বিরাট গায়েন, রায়না নাচেন

ইংল্যান্ড যাত্রার আগে মাস্টারের প্রিমিয়ারে ছাত্রেরা

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল কে নাচেন? কার গানের গলা দুর্দান্ত? কে-ই বা একেবারে অগোছাল ক্রিকেটারদের মধ্যে? যে সব প্রশ্ন সবার মনে থাকলেও যার উত্তর সব সময় জানা সম্ভব হয় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৪:৪২
Share:

বিনোদন: সচিন তেন্ডুলকরের প্রিমিয়ার শোয়ে এসে নিজেরাই নাচতে শুরু করে দিলেন যুবরাজ সিংহ-রা। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল কে নাচেন? কার গানের গলা দুর্দান্ত? কে-ই বা একেবারে অগোছাল ক্রিকেটারদের মধ্যে?

Advertisement

যে সব প্রশ্ন সবার মনে থাকলেও যার উত্তর সব সময় জানা সম্ভব হয় না। বুধবার সেই অজানা কিছু তথ্যই পাওয়া গেল ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে। পাওয়া গেল আর অশ্বিন এবং সুরেশ রায়নার কাছ থেকে। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যে সব কথা ফাঁস করলেন দুই ক্রিকেটার।

সবচেয়ে ভাল কে নাচেন?

Advertisement

অশ্বিন বলছেন, ‘‘বিরাট কোহালি এবং সুরেশ রায়না। যে কোনও অনুষ্ঠানেই এই দু’জন খুব ভাল নাচ-গান করে।’’ পাশ থেকে রায়নার সংযোজন, ‘‘বিরাট খুব ভাল গান গায়, আমি নাচটা ভাল পারি।’’

সবচেয়ে বেশি সতীর্থদের পিছনে লাগেন কোন ক্রিকেটার?

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি-যুবরাজের অভিজ্ঞতাই বাজি বিরাটের

প্রশ্ন উঠতেই অশ্বিন দেখিয়ে দেন রায়নাকে। আর রায়নার জবাব, ‘‘আমি চার জনের নাম বলব। হরভজন, বিরাট, যুবিপা (যুবরাজ) এবং ধোনি।’’ শেষ নামটা উঠতেই গুঞ্জন শুরু— ধোনিও এ রকম করে নাকি? অশ্বিন যোগ করেন, ‘‘বছরে এক-আধবার করে বটে ধোনি!’’

সবচেয়ে অলস ক্রিকেটার?

অশ্বিন বলে গেলেন, ‘‘এ ভাবে কারও নাম নেওয়াটা ঠিক নয়। আমাদের তো আর অলস হলে চলবে না। আপনি অলস হলেই ধরা পড়ে যাবেন। কিন্তু যদি রাজকীয় আলসেমির কথা বলেন, তো এক জনের কথাই বলব। রোহিত শর্মা।’’

কার কাছে সবচেয়ে বেশি ব্যাট?

এ বারও উত্তর দিলেন অশ্বিন। ‘‘রায়নার কাছে সবচেয়ে বেশি ব্যাট থাকে।’’ রায়না বলছেন, ‘‘সব কিন্তু এক মাপের।’’ আবার অশ্বিনের বক্তব্য, ‘‘ইশান্ত শর্মার কাছে কোনও ব্যাট থাকে না। ও যার ব্যাট পায়, নিয়ে নেমে পড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন