বিমান-বিভ্রাটে অনুশীলনের সময় কমে গেল সুনীলদের

আইএসএলের বদান্যতায় কোনও প্রস্তুতি শিবির না করেই তুর্কমেনিস্তানে গিয়ে হারের পর এ বার ভারতীয় দলকে তাড়া করছে বিমানবিভ্রাট!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ০৪:১৭
Share:

আশগাবাত বিমানবন্দরে ভারতীয় ফুটবলারদের সময় কেটেছে তাস খেলে। ছবি: এআইএফএফ

আইএসএলের বদান্যতায় কোনও প্রস্তুতি শিবির না করেই তুর্কমেনিস্তানে গিয়ে হারের পর এ বার ভারতীয় দলকে তাড়া করছে বিমানবিভ্রাট!

Advertisement

যার জেরে রবিবার নির্ধারিত সময়ের ছাব্বিশ ঘণ্টা পরে মাস্কাটে এসে পৌঁছল স্টিভন কনস্ট্যান্টাইনের দল। মঙ্গলবার ওমানের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ সুনীল ছেত্রীদের। টিম সূত্রে খবর, শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত থেকে বিকেল সাড়ে পাঁচটায় উড়ান ছিল ভারতীয়দের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই দুবাইয়ের উদ্দেশে সেই উড়ান তুর্কমেনিস্তানের রাজধানী ছাড়ে শনিবার রাত সাড়ে ন’টায়।

ফলে ক্লান্তি এবং বিমানবিভ্রাটের জেরে অস্বস্তিতে ভারতীয় শিবির। কোচ স্টিভন কনস্ট্যান্টাইন বলছেন, ‘‘ওমানের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপ ম্যাচের আগে প্র্যাকটিসের সময় কমে গেল। ঠিক ছিল ওমানের বিরুদ্ধে নামার আগে চারটি প্র্যাকটিস সেশন পাব। কিন্তু সেখানে প্র্যাকটিস হবে মাত্র দু’টো সেশন!’’

Advertisement

একই কথা টিমের গোলকিপার সুব্রত পালের গলায়। ‘‘অনুশীলন করার সময় কমে যাওয়ায় ক্ষতি আমাদের।’’ ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের জেরে এই ঘটনায় কারও কিছু করার নেই। এখন পরিস্থিতি বুঝে আমাদের পরবর্তী পরিকল্পনা করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন