কমনওয়েলথ টিটিতে জোড়া সোনা

থম দুটি সেটে হেরে যাওয়ার পর যখন ভারতের ছেলেরা চাপে, তখনই ঘুরে দাঁড়িয়ে পরপর ম্যাচ জিতলেন হরমিত দেশাই, শরৎ এবং সাথিয়ান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ০৫:৫০
Share:

প্রতীকী চিত্র।

কমনওয়েলথ টেবল টেনিসে শুক্রবার একই দিনে জোড়া সোনা জিতলেন ভারতের খেলোয়াড়েরা।

Advertisement

কটকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দলগত বিভাগে ভারতের পুরুষ ও মেয়েরা সোনা জিতলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ছেলেদের জিততে হল যথেষ্ট লড়াই করে। ফল ৩-২। পাশাপাশি মেয়েরা ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন। জিতলেন ৩-০ ম্যাচে।

এই প্রতিযোগিতায় ইংল্যান্ড এবং সিঙ্গাপুর যথেষ্ট শক্তিশালী দল। বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ইংল্যান্ডকে হারাতে গিয়ে তাই দু’বার ঠোক্কর খেতে হল শরৎ কমলদের। শরৎ তো একটি সেটে হারলেনই, হারলেন সাথিয়ানও। প্রথম দুটি সেটে হেরে যাওয়ার পর যখন ভারতের ছেলেরা চাপে, তখনই ঘুরে দাঁড়িয়ে পরপর ম্যাচ জিতলেন হরমিত দেশাই, শরৎ এবং সাথিয়ান। মেয়েদের অবশ্য সেই অর্থে লড়তেই হল না। অর্চনা কামাথ, মনিকা বাত্রা, মাধুরিকা পাটেকার পরপর জিতলেন। দাঁড়াতেই দিলেন না ব্রিটিশ দলকে। কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি হো টিন টিন, এমিসি বোল্টনরা।

Advertisement

এ দিকে, হঠাৎ-ই মনিকা বাত্রা নাম তুলে নিলেন মেয়েদের সিঙ্গলস এবং ডাবলস প্রতিযোগিতা থেকে। প্রতিযোগিতার র‌্যাঙ্কিং তালিকা নতুন করে তৈরির জন্য রেফারিদের কাছে অনুরোধ করেছিলেন দেশের সেরা মেয়ে টিটি খেলোয়াড়। সেটা তিনি জানিয়ে দিয়েছেন টিটিএফআইকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন