কোহালিরা অভিভূত হার্দিকের দাপটে

দলের ছেলেদের লড়াকু মনোভাবে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহালি বলেন, ‘‘শ্রীলঙ্কায় আমরা যেমন দাপটে সিরিজ জিতেছিলাম, এ বারও তেমন ভাবেই জিতলাম। বিপক্ষ যেই হোক না কেন, জেতার অভ্যাস হয়ে গিয়েছে ছেলেদের।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০৩:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে রকম ক্রিকেট খেলল তাঁর দল, তেমনই সব ম্যাচেই নির্দয় ক্রিকেট চান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে ভাল দল হতে হলে এ রকমই নির্দয় হয়ে থাকতে হবে তাঁদের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে বিশ্বের এক নম্বর ওয়ান ডে দলের আসনে বসার পরে শাস্ত্রী বলেন, ‘‘এ রকমই নির্দয় পারফরম্যান্স আমরা বারবার করেছি। ভাল দল হতে গেলে এ রকমই ক্রিকেট খেলতে হয়।’’

Advertisement

অন্য দিকে দলের ছেলেদের লড়াকু মনোভাবে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহালি বলেন, ‘‘শ্রীলঙ্কায় আমরা যেমন দাপটে সিরিজ জিতেছিলাম, এ বারও তেমন ভাবেই জিতলাম। বিপক্ষ যেই হোক না কেন, জেতার অভ্যাস হয়ে গিয়েছে ছেলেদের।’’

শাস্ত্রী দলের ডেথ বোলিংয়ের প্রশংসায় মুখর। বলেন, ‘‘এ রকম ডেথ বোলার থাকলে যে কোনও ম্যাচের শেষ দিকেও ফিরে আসা যায়।’’ যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার— দুই ডেথ বোলারকে নিয়ে কোচ বলেন, ‘‘দু’জনের অ্যাকশন আলাদা। কিন্তু দু’জনেই নিখুঁত ইয়র্কার দিতে পারে।’’

Advertisement

আরও পড়ুন: সেই স্বাধীনতার গর্জন উঠল না ক্যাম্প ন্যু-তে

কোহালির মুখেও দুই বোলারের প্রশংসা। বলেন, ‘‘বুমরা-ভুবি, দু’জনেই ক্লাস বোলার। যখনই আমাদের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে, তখনই ওরা তা ফিরিয়ে এনেছে।’’

মেজাজ: নাগপুরে ম্যাচ জিতে ট্রফির প্রদর্শনী হার্দিক পাণ্ড্যর।

তবে হার্দিক পাণ্ড্যকে নিয়ে দু’জনেই একমত। কোহালি তাঁকে নিয়ে বলেন, ‘‘হার্দিক এই সিরিজের সেরা ইতিবাচক আবিষ্কার। দল বাছাইয়ে মাথাব্যথার একটা ভাল কারণ।’’ অন্য দিকে শাস্ত্রী বলছেন, ‘‘ওকে দেখে আমার যুবরাজের শুরুর দিকের কথা মনে পড়ে। এ ছাড়া এ ভাবে শট নিতে দেখিনি কাউকে।’’ আর কোহালি বলছেন, ‘‘দলের ছেলেরা এত পরিশ্রমী বলেই ক্যাপ্টেনসির কাজটা আমার কাছে এত সোজা হয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement