World Wrestling Championship

বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে চমক ভারতীয় কুস্তিগিরের, এশিয়ান গেমসের আগে নতুন স্বপ্ন অন্তিমের

বিশ্বচ্যাম্পিয়নশিপে চমক ভারতীয় কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের। মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকার অলিভিয়া ডমিনিককে হারিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ তারকা। কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৩
Share:

বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে উচ্ছ্বাস ভারতের অন্তিম পাঙ্ঘালের। ছবি: পিটিআই

কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে চমক ভারতীয় কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের। মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকার অলিভিয়া ডমিনিক প্যারিশকে হারিয়েছেন তিনি। সার্বিয়ার বেলগ্রেডে বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অন্তিম। এশিয়ান গেমসের আগে ভারতকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অন্তিম।

Advertisement

বুধবার পর পর দু’টি রাউন্ড খেলতে হয়েছে অন্তিমকে। ৫৩ কেজি বিভাগে প্রথমে পিছিয়ে থেকে অলিভিয়াকে হারান অন্তিম। শুরুতেই অন্তিমকে ফেলে দিয়ে ২ পয়েন্ট পেয়েছিলেন অলিভিয়া। কিন্তু তাতে ঘাবড়ে না গিয়ে অলিভিয়াকে দু’বার ফেলে দিয়ে ৩ পয়েন্ট পান। ম্যাচের বাকি সময়ে নিজের লিড ধরে রাখেন তিনি। অলিভিয়া অনেক চেষ্টা করেও আর পয়েন্ট পাননি। ৩-২ যেতেন অন্তিম।

পরের রাউন্ডে পোল্যান্ডের রোকসানা জাসিনাকে হেলায় হারান অন্তিম। ১০-০ পয়েন্টে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় কুস্তিগির। এখনও পর্যন্ত কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে কোনও ভারতীয় কুস্তিগির সোনা জিততে পারেনি। সেই সুযোগ রয়েছে অন্তিমের সামনে। গত মাসে অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিরে সোনা জিতেছেন অন্তিম। সেই ফর্ম ধরে রেখেছেন তিনি।

Advertisement

বিশ্বচ্যাম্পিয়নশিপের পরেই এশিয়ান গেমসে ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন অন্তিম। আগে সেই বিভাগে যাওয়ার কথা ছিল বিনেশ ফোগটের। ট্রায়ালে অংশ না নিয়েই এশিয়ান গেমসের ছাড়পত্র পেয়েছিলেন তিনি। ট্রায়াল জেতার পরেও অন্তিমকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্তিম। শেষ পর্যন্ত বিনেশ সরে দাঁড়ানোয় সুয়োগ পেয়েছেন অন্তিম। চিনে এশিয়ান গেমসে যাওয়ার আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন অন্তিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন