Mustafizur Rahman

ফের চোট, কাউন্টিতে অনিশ্চিত মুস্তাফিজুর

কেরিয়ারে চোট তাঁর কাছে নুতন নয়। অনবরত কাটার করতে গিয়ে চাপটা একটু বেশিই পড়ে বাঁ কাঁধে। সে কারনেই চোটের শঙ্কা নিয়েই বোলিং করতে হয় মুস্তাফিজুর রহমানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ২১:১২
Share:

কেরিয়ারে চোট তাঁর কাছে নুতন নয়। অনবরত কাটার করতে গিয়ে চাপটা একটু বেশিই পড়ে বাঁ কাঁধে। সে কারনেই চোটের শঙ্কা নিয়েই বোলিং করতে হয় মুস্তাফিজুর রহমানকে। চলতি বছরের জানুয়ারীতে খুলনায় জিম্বাবোয়ের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে কাঁধের চোট মাঠ ছাড়তে বাধ্য করে তাঁকে। ওই চোটে সিরিজের বাকি দু’টি ম্যাচ আর খেলা হয়নি। পাকিস্তান সুপার লিগে লাহৌর কালান্দার্সে বিক্রি হয়েও খেলতে পারেননি এই চোটের কারণেই। এশিয়া কাপে আবার চোট হওয়ায় টুর্নামেন্টের শেষ দু’টি ম্যাচ এবং মার্চে টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ড মিস করেছেন এই কাটার মাস্টার। আইপিএলে ফিট মুস্তাফিজুর টানা ম্যাচ খেলার ধকল নিতে পারেননি। সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করে ঢাকায় ফিরেছেন হ্যামস্ট্রিঙে চোট নিয়ে। প্রায় এক মাসের পূর্নবাসন প্রক্রিয়ায় ফিট হয়ে গত ২১ জুলাই যোগ দিয়েছেন সাসেক্সে। কাউন্টি ক্রিকেটে নিজের অভিষেকেই করেছেন বাজিমাত। প্রথম ম্যাচে ম্যান অব দ্য় ম্যাচ হলেও তিনি যে কতটা ক্লান্ত, তা ফুটে উঠেছে পরের ম্যাচেই। বল হাতে চেনা মুস্তাফিজুরকে দেখা যায়নি সে ম্যাচে (০/৩২)। রবিবার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে কাউন্টির ‘লিস্ট এ’ ম্যাচে অভিষেক হওয়ার কথা ছিল মুস্তাফিজুরের। তবে অনুশীলনের সময় বাঁ কাঁধের পুরোনো চোটে আবার সমস্যায় পড়েছেন তিনি। ছিটকে গিয়েছেন দল থেকে। ফিজের চোটের কথা স্বীকার করে সাসেক্সের টুইটার পেজে জানানো হয়েছে, “কাঁধে হালকা চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুস্তাফিজুর এই ম্যাচে খেলতে পারছেন না।” মুস্তাফিজুরের চোটের খবর পেয়ে সাসেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পরে তিনি বলেন, “সম্ভবত সোমবার মুস্তাফিজুরের চোটের জায়গায় স্ক্যান করা হবে। স্ক্যান রিপোর্ট দেখার পর তাঁর চোট কতটা গুরুতর, তা বোঝা যাবে।”

Advertisement

চোটের আশঙ্কা ছিল বলেই মুস্তাফিজুরকে কাউন্টিতে খেলতে অনুমতি দিতে বিলম্ব করেছে বিসিবি। সে কারনেই মুস্তাফিজুরের চোটের খবরে উদ্বিগ্ন বোর্ড। কাউন্টিতে পাঠানোর আগে তাঁকে চোখে চোখে রাখার শর্ত সাসেক্সকে দিয়েছে বিসিবি। শুধু তাই নয়, মুস্তাফিজুরের শারীরিক অবস্থার সর্বশেষ খবরও প্রতিনিয়ত বিসিবিকে জানানোর কথা সাসেক্সের। সাসেক্সের ফিজিও’র সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছেন বিসিবি’র ফিজিও। রবিবার মুস্তাফিজের খেলা দেখতে গ্লুস্টারশায়ারের মাঠ কলেজ গ্রাউন্ডে হাজির ছিলেন প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী, অনুশীলনে মুস্তাফিজুরের চোট পড়ার খবরে হতাশ হয়ে স্টেডিয়াম ছেড়েছেন তাদের অনেকেই।

আরও খবর

Advertisement

এতো লম্বা বিরতি মানতে পারছেন না মুমিনুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন