সেমিফাইনালের আগে বড় ধাক্কা জার্মান শিবিরে

ইতালিকে সাডেন ডেথে হারিয়ে সেমিফাইনালে তো পৌঁছে গেল জার্মানি। কিন্তু সেমিফাইনালে নামার আগে চিন্তার ভাজ জার্মান শিবিরে। কে হবে প্রতিপক্ষ সেটাও এখনও নিশ্চিত হয়নি। তবুও সামি খেদিরা ও মারিও গোমেজের না থাকাটা বড় ধাক্কা জার্মানির জন্য। যদিও হাতে সময় রয়েছে পাঁচ দিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ২১:৩০
Share:

ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়ছেন খেদিরা। ছবি: এপি।

ইতালিকে সাডেন ডেথে হারিয়ে সেমিফাইনালে তো পৌঁছে গেল জার্মানি। কিন্তু সেমিফাইনালে নামার আগে চিন্তার ভাজ জার্মান শিবিরে। কে হবে প্রতিপক্ষ সেটাও এখনও নিশ্চিত হয়নি। তবুও সামি খেদিরা ও মারিও গোমেজের না থাকাটা বড় ধাক্কা জার্মানির জন্য। যদিও হাতে সময় রয়েছে পাঁচ দিন। ৮ জুলাই সেমিফাইনাল। তার আগে সুস্থ হয়ে উঠলে ভাল খবর। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে হ্যাম স্ট্রিংয়ে চোট পেয়ে ১৫ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। হ্যাম স্ট্রিংয়ের চোট কতটা গুরুতর সেটার জন্য দিতে হবে। যদিও কোচ জোয়াকিম লো বলেন, ‘‘সামিকে নিয়ে খুব একটা আশা দেখতে পাচ্ছি না। ওর হ্যাম স্ট্রিংয়ে সমস্যা রয়েছে। আমি জানি না ও বৃহস্পতিবারের আগে সুস্থ হয়ে উঠতে পারবে কী না।’’ একই সমস্যা রয়েছে গোমেজেরও। তবে গোমেজের চোট নিয়ে মন্তব্য করতে চাননি লো। বলেন, ‘‘গোমেজেরও একই সমস্যা। তবে আমি এখনও ওর চোট সম্পর্কে সঠিক জানি না।’’

Advertisement

রবিবার ফ্রান্স-আইসল্যান্ডের বিরুদ্ধে যে জিতবে সেই হবে জার্মানির প্রতিপক্ষ। জার্মান শিবিরের আশা সেমিফাইনালে তাদের লড়তে হবে ফ্রান্সের সঙ্গেই। তার আগে চোট সমস্যার মধ্যে আরও বড় করে দেখা দিচ্ছে দলের সেন্টার ডিফেন্ডার ম্যাটস হামেলসের কার্ডের জন্য না থাকা। কোয়ার্টার ফাইনালের ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় কার্ড দেখেন হামেলস। এক ম্যাচ নির্বাসিত হতে হয়েছে তাঁকে। হামেলস বলেন, ‘‘দ্বিতীয় হলুদ কার্ডটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। কিন্তু আমি ২-৩দিন বেশি বিশ্রাম পাব।’’

হামেলস ধরেই নিয়েছেন ফাইনাল খেলতে চলেছে জার্মানি। তাই বিশ্রাম করে ফাইনালেই বাজিমাত করতে প্রস্তুতি নেবেন এই ডিফেন্ডার। জার্মান কোচ লো বলেন, ‘‘যখন তুমি সেমিফাইনালে পৌঁছে গিয়েছ তখন লক্ষ্য থাকবে ফাইনাল খেলার। এত উত্তেজক আর দীর্ঘ ম্যাচ খেলার পর এখন সবাইকে রিকভারির সময় দিতে হবে।’’ এর মধ্যেই ফ্রান্সকে এগিয়ে রেখে লো বলেন, ‘‘ফ্রান্স আজ ফেভারিট। ওদের ঘরের মাঠে খেলা। তার সঙ্গে ওরা খুব ভাল দল। ব্যাক্তিগত দক্ষতাও অনেক বেশি। আইসল্যান্ড যদিও সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। ওদের রক্ষণও খুব গোছানো।’’

Advertisement

আরও খবর

শ্বাসরুদ্ধ ম্যাচে ইতালিকে সাডেন ডেথ-এ হারিয়ে ইতিহাস গড়ল জার্মানি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন