Sports News

আইওএকে নির্বাসিত করল ক্রীড়ামন্ত্রক

শো কজের জবাব দেওয়ার সময়সীমা ছিল শুক্রবার বিকেল পাঁচটা। তার মধ্যে জবাব না আসায় সুরেশ কলমডী বিতর্কে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক স্বীকৃতি বাতিল করে দিল ভারতীয় অলিম্পিক সংস্থার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৯
Share:

শো কজের জবাব দেওয়ার সময়সীমা ছিল শুক্রবার বিকেল পাঁচটা। তার মধ্যে জবাব না আসায় সুরেশ কলমডী বিতর্কে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক স্বীকৃতি বাতিল করে দিল ভারতীয় অলিম্পিক সংস্থার।

Advertisement

যতক্ষণ না দুই বিতর্কিত চরিত্র সুরেশ কলমডী ও অভয় সিংহ চৌটালাকে আজীবন প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত প্রত্যাহার করছে আইওএ, তত দিন ক্রীড়ামন্ত্রকের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে।

ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এ দিন বলেন, ‘‘আইওএ-কে এ রকম গুরুতর একটা ব্যাপারে শো কজ করা হলেও ওরা উত্তর দিল না। বদলে পনেরো দিন সময় চেয়ে বসল। তাই সরকার আইওএ-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। যতক্ষণ না ওরা আজীবন প্রেসিডেন্ট নিয়োগের ব্যাপারটা প্রত্যাহার করছে, ততক্ষণ সাসপেনশন বহাল থাকবে।’’

Advertisement

প্রেসিডেন্ট নারায়ণ রামচন্দ্রন দেশের বাইরে থাকায় ক্রীড়ামন্ত্রকের শো কজ নোটিসের জবাবে পনেরো দিন সময় চেয়েছে আইওএ। তবু নিজেদের অবস্থানে অনড় ক্রীড়ামন্ত্রী। স্বীকৃতি বাতিল হওয়ায় কেন্দ্রের থেকে আর্থিক সুবিধা পাবে না আইওএ, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

২৭ ডিসেম্বর কলমডী আর চৌটালাকে আজীবন প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেওয়ার পর ঘরে-বাইরে চাপে জাতীয় অলিম্পিক সংস্থা। কেন্দ্রের স্বীকৃতি বাতিলের পাশাপাশি এ দিন আইএও-র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র বত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement