IPL 2018

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কেকেআর হারল পঞ্জাবের কাছে

কলকাতায় বৃষ্টির জেরে ইডেনে বন্ধ হয়ে গেল আইপিএলের ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৯:০৩
Share:

গেল-রাহুল জুটিতে জয় হাসিল পঞ্জাবের। ছবি সৌজন্যে: আইপিএল।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বড় রান খাড়া করেও জিততে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। শনিবারের ইডেনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ উইকেটে হার মানতে হল নাইটদের। কিংসদের হয়ে অনবদ্য জয় এনে দিলেন দুই ওপেনার ক্রিস গেল এবং লোকেশ রাহুল।

Advertisement

নাইটদের হয়ে আজ রান পেয়েছেন ক্রিস লিন (৭৪), রবিন উথাপ্পা(৩৪) এবং অধিনায়ক দীনেশ কার্তিক (৪৩)। নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান করেন নাইটরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন ক্রিস গেল(৬২), ২৭ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন লোকেশ রাহুল। দুই ওভার বল করেই পায়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। পঞ্জাবের ইনিংসের আট ওভার নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতায়। তখন পঞ্জাবের রান ৯৭-০। ঝোড়ো বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় ম্যাচ। গোটা ইডেন কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। বৃষ্টি থামলে খেলা যখন শুরু হয় ততক্ষণে ম্যাচ পুরোপুরি পঞ্জাবের পকেটে। জিততে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৩ ওভারে ১২৫ করতে হত অশ্বিনদের। ১১.১ ওভারেই ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। ম্যাচের সেরা হয়েছেন লোকেশ রাহুল।

Advertisement

আরও পড়ুন: শেনের সেঞ্চুরিতে জয় চেন্নাইয়ের

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে অভিনয় করতে চান যিশু

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় শীর্ষে পঞ্জাব। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে কেকেআর রয়েছে তৃতীয় স্থানে। নাইটদের পরবর্তী ম্যাচ ২৭ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলস-এর সঙ্গে ফিরোজ শাহ কোটলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন