ILP 11

রাজস্থানের বিরুদ্ধে কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ

৪৮ ঘণ্টার ব্যবধানে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের মাঠে নামছে আর অশ্বিনের দল। এই ম্যাচেও কিংস ইলেভেন পঞ্জাব তাকিয়ে রয়েছে ওপেনার কে এল রাহুলে চওড়া ব্যাটের দিকে। এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হতে পারে রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাবের আজকের প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১৮:১৯
Share:
০১ ১২

৪৮ ঘণ্টার ব্যবধানে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের মাঠে নামছে আর অশ্বিনের দল। এই ম্যাচেও কিংস ইলেভেন পঞ্জাব তাকিয়ে রয়েছে ওপেনার কে এল রাহুলে চওড়া ব্যাটের দিকে। এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হতে পারে রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাবের আজকের প্রথম একাদশ।

০২ ১২

কে এল রাহুল: এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রাহুল। নয় ম্যাচে তাঁর রান ৩৭৬। যার মধ্যে তিনটি ইনিংসে পঞ্চাশের বেশি রান। রয়েছে আইপিএলের দ্রুততম অর্ধশতরানের নজিরও।

Advertisement
০৩ ১২

ক্রিস গেল: আগের ম্যাচে তেমন কিছু করতে পারেননি। তবে, যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

০৪ ১২

মায়াঙ্ক অগ্রবাল: রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে তেমন কিছু করতে না পাড়লেও বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। তবে পরিস্থিতি বুঝে যুবরাজ সিংহের দলে ঢোকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

০৫ ১২

করুণ নায়ার: ব্যাটসম্যান করুণ নায়ার মোটামুটি ভালই খেলছেন। গত ম্যাচে মাত্র ২৩ বলে ৩১ রান করে রাহুলকে যোগ্য সাহায্য করেছিলেন। ফলে আজকের ম্যাচে নায়ার থাকছেন বলাই যায়।

০৬ ১২

মনোজ তিওয়ারি: আগের ম্যাচে দলে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। আজকের ম্যাচে মনোজের পাশাপাশি দলে ঢোকার সম্ভাবনা রয়েছে যুবরাজ সিংহের। সে ক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়াল বা মনোজের মধ্যে এক জনকে বাদ পড়তে হতে পারে।

০৭ ১২

অক্ষর পটেল: অলরাউন্ডার অক্ষয় পটেল বল হাতে অত্যন্ত কার্যকর। শেষ ম্যাচেও বেশ ভাল বল করেছিলেন। আজকের ম্যাচে বোলার অক্ষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

০৮ ১২

মার্কাস স্তইনিস: দ্রুত রান করার ক্ষমতা অসাধারণ। ব্যাট-বল দুয়েতেই সমান ভাবে পারদর্শী। মাঝ পর্বে দলের অন্যতম ভরসাও বটে।

০৯ ১২

রবিচন্দ্রন অশ্বিন: অধিনায়ক অশ্বিনের বলিং ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। বাড়তি পাওনা অবশ্যই অশ্বিনের ব্যাট। মূলত বোলার হলেও ব্যাটিংয়ের হাতটা খুব একটা খারাপ নয়।

১০ ১২

অঙ্কিত রাজপুত: অধিনায়ক অশ্বিনের অন্যতম ভরসার বোলার। ইনিংস শুরুর দায়িত্বটা ভালই করে আসছেন অঙ্কিত।

১১ ১২

মুজিব-উর-রহমান: আফগান বোলারটি ইতিমধ্যেই আইপিএল-এ নজর কেড়েছেন। গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময় তিন উইকেট তুলে নেওয়া মুজিব অধিনায়কের অন্যতম ভরসা।

১২ ১২

অ্যান্ড্রু টাই: পেস বোলিংয়ের ক্ষেত্রে পঞ্জাবের ভরসা জুগিয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচেও বেশ সফল হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement