হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। মাস্ট উইন ম্যাচে রবিবার বিকেলে ঘরের মাঠে নাইটদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কার্তিকদের বিরুদ্ধে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া রোহিতদের প্রথম একাদশ কেমন হতে পারে? দেখে নেওয়া যাক এক নজরে।
সূর্যকুমার যাদব: দলের ইন ফর্ম ব্যাটসম্যান। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। আজও একটা ভাল ওপেনিংয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল। ছবি: পিটিআই।
এভিন লিউয়িস: যতটা প্রত্যাশা ছিল, ততটা ভাল খেলতে পারছেন না এই ক্যারিবীয়। তবে বেশ কয়েকটি ম্যাচে দলকে ভাল শুরু দিয়েছেন। ছবি: এএফপি।
ইশান কিষাণ: গোটা তিনেক ইনিংস ছাড়া বলার মতো রান নেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের খাতায়। গত ম্যাচে শুরু করেও তেমন কিছু করতে পারেননি। আজ একটা ভাল পারফর্ম্যান্স দলে তাঁর জায়গা মজবুত করতে সাহায্য করবে। ছবি: এএফপি।
রোহিত শর্মা: গত ম্যাচে তাঁর ১৫ বলে ২৪ দলকে ম্যাচ জেতাতে সাহায্য করে। হিটম্যান ফর্মে থাকলে কিন্তু নাইটদের কপালে দুঃখ আছে। ছবি: এপি।
জেপি ডুমিনি:তিনটি ম্যাচ খেলেছেন। এখনও বলার মতো পারফর্ম্যান্স নেই। আজ ব্যাটিংয়ের পাশাপাশি নজরে থাকবে তাঁর বোলিংয়ের দিকেও। ছবি: এএফপি।
হার্দিক পাণ্ড্য: ব্যাট হাতে ভাল ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। বল হাতেও গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়েছেন হার্দিক। ছবি: পিটিআই।
ক্রুনাল পাণ্ড্য:গত ম্যাচের অন্যতম নায়ক। তাঁর ১২ বলে ৩১ পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতায়। বল হাতেও ভাল পারফর্ম করেছেন ক্রুনাল। ছবি: এএফপি।
বেন কাটিং: এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি এই অজি অলরাউন্ডার। আজ একটা ভাল পারফর্ম্যান্স দলে তাঁর জায়গা স্থায়ী করতে পারে। ছবি: এএফপি।
মিচেল ম্যাকক্লেনাঘ্যান: টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১০ উইকেট নিয়ে ফেলেছেন। গত ম্যাচেও ভাল বল করেছেন। ছবি: এএফপি।
ময়াঙ্ক মার্কণ্ডে: টুর্নামেন্টে অন্যতম সেরা আবিষ্কার। তাঁর স্পিনে পরাস্ত হয়েছেন একাধিক নামকরা ব্যাটসম্যান। মার্কণ্ডের স্পিন আজ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ছবি: এপি।
জসপ্রতি বুমরা: মরসুমে মুম্বইয়ের সেরা বোলার। তাঁর ডেথ ওভার বোলিং নজর কেড়েছে সবার। ছবি: পিটিআই।