IPL

ছক্কা হাঁকানোর গোপন রহস্য ফাঁস করলেন রাসেল

আজ রাসেলের জন্মদিন। তার আগের দিনই জন্মদিনের সেরা পুরস্কারটা বোধ হয় পেয়ে গেলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৫:৫৩
Share:

শক্তির রহস্য ফাঁস করলেন আন্দ্রে রাসেল। ছবি: এএফপি।

আন্দ্রে রাসেলের শক্তির উৎস কী? অবলীলায় ছক্কার পর ছক্কা হাঁকান কী ভাবে এই নাইট-তারকা?

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে মাটি ধরানোর পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ‘মাসল রাসেল’কে। রহস্য ফাঁস করেছেন স্বয়ং ক্যারিবিয়ান-তারকা। তিনি বলছেন, ‘‘চোখ ও হাতের সমন্বয়, সঠিক ভারসাম্য এবং কাঁধের জোর।’’ রবিবার ৪০ বলে ৮০ রানের ইনিংস খেলেন রাসেল। তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি।

আজ রাসেলের জন্মদিন। তার আগের দিনই জন্মদিনের সেরা পুরস্কারটা বোধ হয় পেয়ে গেলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে টানা ছ’টি ম্যাচ হারতে হয়েছিল কেকেআর-কে। হারতে হারতে দলের শরীরী ভাষাও বদলে গিয়েছিল। ম্যাচের আগের দিন রাসেল পরোক্ষে নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছিলেন। মাঠে নেমে ক্যারিবিয়ান তারকা নিজেকেই ছাপিয়ে গেলেন। রাসেল বললেন, ‘‘এটাই আমার সেরা টি টোয়েন্টি ইনিংস।’’ ম্যাচ সেরার পুরস্কার নিয়ে চলে যাওয়ার সময়ে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বললেন, ‘‘জন্মদিনের সেরা উপহার নিজেই নিজেকে দিলেন রাসেল।’’

Advertisement

আরও খবর: রাসেল রাম্বল না হার্দিক হারিকেন, ইডেনে জিতল কে? কী বলছে পরিসংখ্যান

আরও খবর: কেকেআর- এর আইপিএল যাত্রা

তার আগে অবশ্য ছক্কা হাঁকানো প্রসঙ্গে রাসেলের টিপস, ‘‘শরীর ফিট রাখতেই হবে।’’ তাঁর পাওয়ার হিটিংয়ের সুবাদে চলতি আইপিএলে রবিবার সবচেয়ে বেশি রান করে কেকেআর। সেই রান অতিক্রম করা সম্ভব হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। রাসেল বলেন, ‘‘আমার সেরা টি টোয়েন্টি ইনিংস তো বটেই। তবে দল জেতায় খুব খুশি। বোলাররাও ভাল বল করেছে। আমাদের টার্গেট ছিল দুশোর বেশি রান করা। সেটাই আমরা করেছি।’’

রাসেলের শিখিয়ে দেওয়া ফর্মুলা অনুসরণ করতে কি দেখা যাবে অন্যদের, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement