ধোনিকে নিয়ে সতর্ক থাকছে চেন্নাই শিবির

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ, রবিবার, মোহালিতে আকর্ষণের কেন্দ্রে সেই মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০২:৩৮
Share:

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ, রবিবার, মোহালিতে আকর্ষণের কেন্দ্রে সেই মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ধাক্কায় এ বারের মতো প্লে-অফ স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবের। আর শেষ ম্যাচে জিতে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা ধরে রাখাই লক্ষ্য চেন্নাই সুপার কিংসের।

দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে ধোনির পারফরম্যান্স সিএসকে ভক্তদের ফের চাঙ্গা করে দিয়েছে। সঙ্গত কারণে প্রিয় নায়কের সেই মেজাজি রূপই দেখতে চান সমর্থকেরা।

Advertisement

শনিবার সাংবাদিক সম্মেলনে সিএসকে কোচ স্টিভন ফ্লেমিং বলেছেন, ‘‘ধোনির অসুস্থতা এক অর্থে শাপে বর হয়েছে। অন্তত ও কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছিল। দলের সেরা ক্রিকেটারের থেকে ভাল কিছু প্রত্যাশা করার প্রধান শর্তই হল তাকে কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।’’

চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে ধোনিদের দলের কোচ জানিয়ে দিয়েছেন, তাঁর দলে ‘বয়স্ক’ ক্রিকেটারদের সংখ্যা বেশি হওয়ার কারণে টানা ম্যাচের ধকল থেকে ক্রিকেটারদের রক্ষা করতে অনেক বেশি চিন্তাভাবনা করতে হয়। ফ্লেমিং বলেছেন, ‘‘এই দলে তুলনামূলক ভাবে বয়স্ক ক্রিকেটারদের সংখ্যা বেশি। ফলে প্রতিনিয়ত আমাদের নজর রাখতে হয়, কারা কতটা টানা ম্যাচের ধকল নিতে পারছে। সেই অনুযায়ী তাকে খেলানো হয়।’’

সেই প্রসঙ্গে ধোনি নিয়ে সিএসকে কোচ আরও বলেছেন, ‘‘এই মুহূর্তে ধোনির কোমরে কোনও রকম সমস্যা নেই। শুধু জ্বরের কারণে ও একটু দুর্বল হয়ে পড়েছে। আমি কারও উপরেই বাড়তি চাপ তৈরি করতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন