ফ্লেমিংয়ের চিন্তা প্রথম ছয় ওভার

মঙ্গলবারের ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ফ্লেমিং বলেন, ‘‘মুম্বই প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল। ভাল খেলেছে, আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের ঘরের মাঠে এসে ওরা সব দিক দিয়ে টেক্কা দিয়ে গেল।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০৪:৩৭
Share:

তাঁদের মাঠে এসে তাঁদেরই যে সব বিভাগে হারিয়ে দিয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, তা স্বীকার করে নিচ্ছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভন ফ্লেমিং।

Advertisement

মঙ্গলবারের ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ফ্লেমিং বলেন, ‘‘মুম্বই প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল। ভাল খেলেছে, আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের ঘরের মাঠে এসে ওরা সব দিক দিয়ে টেক্কা দিয়ে গেল।’’ প্রথমে ব্যাট করে সিএসকে ১৩২ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বইয়ের সামনে। যা তারা সহজেই টপকে যায়।

সেই ২০১০ সালের পরে আর নিজেদের মাঠে চেন্নাই হারাতে পারেনি মুম্বইকে। মুম্বইয়ের এই ধারাবাহিক সাফল্যের রহস্যটা কী? ফ্লেমিং বলছেন, ‘‘ওদের দলে এমন কয়েক জন ক্রিকেটার আছে, যারা আমাদের পরিবেশে মানিয়ে নিয়ে খেলতে পারে। তা ছাড়া মুম্বই ভাল ছন্দে আছে। ভাল ক্রিকেট খেলছে। ওদের দলের ভারসাম্যটাও ভাল।’’

Advertisement

আরও পড়ুন: সৌরভের মানসিক দৃঢ়তাই কি দিল্লির দুর্দান্ত জয়ের অন্যতম কারণ?

ফ্লেমিং মনে করেন, পাওয়ার প্লে-তে ভাল রান তুলতে না পারাটা তাঁদের দলের বড় সমস্যা হয়ে যাচ্ছে। ‘‘আমরা পাওয়ার প্লে-তে এত পিছিয়ে পড়ছি যে পরের দিকে সেই রানটা তুলতে পারছি না। ছয় থেকে ২০ ওভারের মধ্যে রান রেটটা ঠিকই আছে। মুম্বইয়ের বিরুদ্ধে যেমন সাত রান রেট ছিল। আবার শেষ ছয় ওভারে ওই রান রেটটা আমরা ১০ নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সমস্যা প্রথম ছয় ওভার। ওখানেই ঠিক মতো রান তুলতে পারছি না।’’

চেন্নাইয়ের শেন ওয়াটসন এবং ফ্যাফ ডুপ্লেসির ওপেনিং জুটি কোনও ম্যাচেই সে ভাবে ছাপ ফেলতে পারেনি। একটি ম্যাচ বাদে ওয়াটসন চূড়ান্ত ব্যর্থ। তা হলেও কেন ব্যাটিং লাইনে বদল করা হচ্ছে না? ফ্লেমিংয়ের জবাব, ‘‘আমরা রদ বদলে বেশি বিশ্বাস করি না। আমরা ক্রিকেটারদের পাশে থাকি সব সময়। কারণ ওরা অতীতে ভাল খেলে এসেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement