ফাইনালে উঠে ধোনিকে শ্রদ্ধা জানালেন হার্দিক

চেন্নাইকে হারানোর পিছনে রয়েছে মুম্বইয়ের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা এবং তা কাজে লাগানো। চেন্নাইকে হারিয়ে আইপিএল ফাইনালে ওঠার পরে এ কথাই বলেছেন মুম্বইয়ের অফস্পিনার জয়ন্ত যাদব। যাঁকে কোয়ালিফায়ারে নামিয়ে চমকে দিয়েছিলেন রোহিত শর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০৩:৫৬
Share:

আগমন: সপরিবার বিশাখাপত্তনমে পৌঁছে গেলেন ধোনি। টুইটার

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে উঠে গিয়েছে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের পরের দিন মহেন্দ্র সিংহ ধোনিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন হার্দিক পাণ্ড্য। ধোনির সঙ্গে ছবি দিয়ে হার্দিক টুইট করেন, ‘‘আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার ভাই, আমার কিংবদন্তি এম এস ধোনি।’’

Advertisement

চেন্নাইকে হারানোর পিছনে রয়েছে মুম্বইয়ের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা এবং তা কাজে লাগানো। চেন্নাইকে হারিয়ে আইপিএল ফাইনালে ওঠার পরে এ কথাই বলেছেন মুম্বইয়ের অফস্পিনার জয়ন্ত যাদব। যাঁকে কোয়ালিফায়ারে নামিয়ে চমকে দিয়েছিলেন রোহিত শর্মা।

মুম্বইয়ের সাফল্যের পিছনে উঠে আসছে রোহিতের নেতৃত্বের কথাও। পাশাপাশি অবদান রয়েছে দলের থিঙ্ক ট্যাঙ্কেরও। যা স্পষ্ট হয়ে যাচ্ছে জয়ন্তের কথাতেও। এই অফস্পিনার বলেছেন, ‘‘আমরা সব সময় পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুতি নিই। এই যেমন ওয়াংখেড়েতে খেলার সময় এক এক জনের জন্য এক এক রকম পরিকল্পনা থাকে। আবার চেন্নাইয়ে খেলতে এলে সেই পরিকল্পনা বদলে যায়।’’

Advertisement

আরও পড়ুন: সৌরভের মানসিক দৃঢ়তাই কি দিল্লির দুর্দান্ত জয়ের অন্যতম কারণ?

মঙ্গলবার ম্যাচের পরে রোহিতের কথাতেও পরিষ্কার হয়ে গিয়েছিল, কী ভাবে উইকেট এবং পরিবেশ দেখে পরিকল্পনা করেছিল মুম্বই। রোহিত বলেছিলেন, ‘‘পিচ দেখে আমাদের মনে হয়েছিল এখানে জয়ন্ত সাফল্য পাবে। আমার তো মনে হয় ঘূর্ণি উইকেটে ফিঙ্গার স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনা রিস্ট স্পিনারদের চেয়ে বেশি। তাই চিদম্বরমে জয়ন্তকে খেলানো হয়েছে। ওদের দলে কয়েক জন বাঁ হাতি ব্যাটসম্যানও ছিল।’’

চেন্নাইয়ের বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই পাঁচ বোলার ব্যবহার করেছিলেন রোহিত। যা নিয়েও প্রশংসিত হয়েছেন মুম্বই অধিনায়ক। জয়ন্তকে এই স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘রোহিত দারুণ নেতৃত্ব দিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে ঠিক বোলারকে ঠিক সময় বল করতে দিয়েছে। পাওয়ার প্লে-তে ব্যাটসম্যান যদি বুঝে যায় এক জন বোলার কী রকম বল করতে যাচ্ছে, তা হলে মেরে দেবে। ওদের বুঝতে দেওয়া হয়নি।’’

কাগজে কলমে চেন্নাইয়ের স্পিন আক্রমণ মুম্বইয়ের চেয়ে ভাল হলেও চিদম্বরমে বাজিমাত করে গিয়েছেন রাহুল চাহার-ক্রুণাল পাণ্ড্য-জয়ন্ত যাদবেরা। এই নিয়ে জয়ন্ত বলছেন, ‘‘ওদের বোলাররাও উইকেট থেকে ভাল সুবিধে পেয়েছে। বল ঘোরাতে পেরেছে। কিন্তু আমাদের সামনে একটা লক্ষ্য থাকায় আমরা দেখে শুনে খেলতে পেরেছি। কোনও ঝুঁকি নিতে হয়নি।’’ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারানোর পিছনে ছিল মুম্বইয়ের তরুণ ব্রিগেড। লেগস্পিনার রাহুল চাহার, তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব এবং চারে নামা ঈশান কিষান। সূর্যকুমার এবং ঈশানের জুটি ম্যাচ বার করে নিয়ে যায় চেন্নাইয়ের হাত থেকে। যার পরে ঈশান বলেন, ‘‘আমার কাজটা ছিল সূর্যকুমারের সঙ্গে একটা জুটি তৈরি করা। ওই পিচে রান করা খুব সহজ ছিল না। বিশেষ করে রবীন্দ্র জাডেজা তখন খুব ভাল বল করছিল।’’ চিদম্বরমের পিচে খেলার অভিজ্ঞতা যে তাঁদের সাহায্য করেছে, তা বলছিলেন ঈশান। তাঁর মন্তব্য, ‘‘ঘরোয়া ক্রিকেটে আমি আর সূর্য অনেক বার এই মাঠে খেলেছি। তাই আমাদের একটা ধারণা ছিল কী ভাবে ব্যাট করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন