IPL

ভারত-পাক সম্পর্কের জের, আইপিএল সম্প্রচার বন্ধ পাকিস্তানে!

পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় আকাশপথে পাকিস্তানে ঢুকে বালাকোটে প্রত্যাঘাত করে ভারত। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৬:৩৭
Share:

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। জনপ্রিয় ক্রিকেট লিগের সম্প্রচার বন্ধ করছে পাকিস্তান। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান রাজনৈতিক তিক্ততার জের এ বার আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান।

Advertisement

আগামী ২৩ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। টুর্নামেন্টের বল গড়ানোর আগে পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক সাজ সাদিক টুইট করেছেন, ‘‘টেলিভিশন রিপোর্টে বলা হয়েছে, সরকার পাকিস্তানে আইপিএলের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’’

আইপিএল নিয়ে খেলুন কুইজ

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় ৪০ জন জওয়ান মারা যান। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । পুলওয়ামা-কাণ্ডের পরেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় আইএমজি-রিলায়্যান্স। ভারতে পিএসএল সম্প্রচারের দায়িত্বে থাকা ‘ডি স্পোর্টস’ও তা বয়কট করে।

আরও পড়ুন: ‘আমরা সবাই পেশাদার ক্রিকেটার, জানি কী ভাবে ফিট থাকতে হবে’

পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় আকাশপথে পাকিস্তানে ঢুকে বালাকোটে প্রত্যাঘাত করে ভারত। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হয়।

বিশ্বকাপে পাক-ম্যাচ বয়কটেরও ডাক দেওয়া হয়। দিনকয়েক আগে আইসিসি-র নির্দেশ মেনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে ২২ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই জের এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও।

পাকিস্তানি ক্রিকেটাররা খেলেন না আইপিএলে। এ বার ইমরান খানের দেশে দেখানো হবে না জনপ্রিয় সেই টুর্নামেন্টও।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন