শুক্লের মন্তব্য, ‘না’ বলেছিলেন ধোনিরা

আইপিএলে মাঁকড়ীয় আউট নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৪:০৩
Share:

আইপিএলে মাঁকড়ীয় আউট নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। দাবি করলেন বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি-সহ আইপিএল দলের অধিনায়কেরা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা ‘মাঁকড়ীয় আউট’-এর বিরুদ্ধে থাকবেন।

Advertisement

সোমবার কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক আর অশ্বিন মাঁকড়ীয় আউট করেন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে। তার পরেই অশ্বিনের অখেলোয়াড়িসুলভ মানসিকতা নিয়ে নিন্দা শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বে।

আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, এই ধরনের বিতর্কিত আউট এড়ানোর জন্য আইপিএল দলের অধিনায়ক এবং ম্যাচ রেফারিদের একটি বৈঠকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক কোহালি এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনিও ছিলেন। ‘‘আমার যতদূর মনে পড়ছে অধিনায়ক এবং ম্যাচ রেফারিদের একটি বৈঠকে, যেখানে চেয়ারম্যান হিসেবে আমিও ছিলাম, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি নন-স্ট্রাইকিং ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়, বোলার সৌজন্যবশত তাকে আউট করবে না,’’ টুইট করেন শুক্ল। আইপিএল চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘‘সম্ভবত এই বৈঠক হয়েছিল কলকাতায়। কোনও একটি আইপিএল উপলক্ষে। সেই বৈঠকে ধোনি এবং বিরাট দু’জনেই উপস্থিত ছিল।’’ তবে অশ্বিনের মাঁকড়ীয় আউট বিতর্কে দূরত্বই বজায় রাখছে ভারতীয় বোর্ড। মঙ্গলবার নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা বলেছেন, অশ্বিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলার কোনও পরিকল্পনা নেই বোর্ডের। ‘‘খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে অশ্বিনকে বোর্ড পরামর্শ দেবে না। সেই প্রশ্নই ওঠে না। ও যা করেছে সেটা নিয়মের মধ্যে থেকেই। নিয়ম মেনে যাতে খেলাটা হয় সেটা নিশ্চিত করার জন্য তো মাঠে তো আম্পায়ার ও ম্যাচ রেফারিরাও রয়েছে,’’ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন

Advertisement

ওই বোর্ডকর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন