আইপিএলের সেরা বল, মত সঙ্গকারার

কিন্তু রাবাডা নিজেই জানতেন না সুপার ওভারে তাঁকে বল করতে পাঠানো হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৫:২৪
Share:

নায়ক: সফল রাবাডার হুঙ্কার। আইপিএল

সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্স শিবিরে আছড়ে পড়ল কাগিসো রাবাডার বিষাক্ত ইয়র্কার। ছ’টির মধ্যে চারটি ইয়র্কার করে কেকেআর শিবিরে তৃতীয় জয়ের আশায় জল ঢেলে দিলেন। সেই ওভারে আন্দ্রে রাসেলকে করা তাঁর তৃতীয় বলকে চলতি আইপিএলের সেরা ডেলিভারি বলে দিলেন কুমার সঙ্গাকারা।

Advertisement

কিন্তু রাবাডা নিজেই জানতেন না সুপার ওভারে তাঁকে বল করতে পাঠানো হবে। ম্যাচ শেষে পুরস্কার নিয়ে রাবাডা বললেন, ‘‘আমাদের মধ্যে কে বল করবে তা ঠিক ছিল না। বোলিং কোচ জেমস হোপস এসে বলেন, ‘তোমাকে দায়িত্ব নিতে হবে। এখনই ঠিক করে নাও কোন বল কী করবে।’ ভেবে নিয়েছিলাম বেশি ইয়র্কার দেব।’’

সুপার ওভার বল করতে আসার আগে রাবাডা শুধু তাঁর অধিনায়ককে নিজের ভাবনার কথা জানান। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘রাবাডা বলেই দিয়েছিল যে, প্রত্যেকটি বল ও ইয়র্কার করতে চায়। প্রথমটি পারেনি, কিন্তু পরের সব ক’টা ঠিক জায়গায় পড়েছে।’’

Advertisement

আরও পড়ুন: পৃথ্বী শ নাকি রাবাডা, কার কাছে হারল নাইটরা?

আরও বলেন, ‘‘অনেক আগে ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু কুলদীপ ভাল বল করেছে। তা ছাড়া ওদের ব্যাটিংয়ের সময়েও রাসেল যে ভাবে মারতে শুরু করেছিল তা অবিশ্বাস্য। দলে ওর মতো ক্রিকেটার থাকা উচিত। যার ‘মিসহিটও’ মাঠের বাইরে গিয়ে পড়ে।’’

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য রাসেলের চোট নিয়ে চিন্তিত। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কার্তিক বলেন, ‘‘বাঁ কাঁধে চোট নিয়েও দুরন্ত ব্যাট করে গেল রাসেল। কিন্তু ওর কাঁধ ফুলে গিয়েছে। দেখা যাক পরের ম্যাচের আগে কী হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement