চিপকের উইকেট দেখে খুশি নন ধোনি, কোহালি

আইপিএলে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে সাত উইকেটে পর্যুদস্ত হয়ে হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৩:০৮
Share:

ধোনি না বিরাট। ফাইল ছবি।

আইপিএলে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে সাত উইকেটে পর্যুদস্ত হয়ে হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

শনিবার ম্যাচ শেষে হতাশ কোহালি বলেই দিলেন, ‘‘কোনও দলই এই ভাবে হারতে চাইবে না। তবে ম্যাচটা একটু অন্য রকমের ছিল।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এই উইকেটে ১৪০ থেকে দেড়শো রান করতে পারলে লড়াই হত। কিন্তু শুরুটা ভাল না হওয়ার ফল ভুগতে হয়েছে। তবে যে দলই শুরুতে ব্যাট করত, তাদেরই সমস্যায় পড়তে হত বলেই আমার মনে হয়েছে।’’

কোহালি আরও বলেন, ‘‘তবে দলের ছেলেরা তার পরেও যে লড়াকু মানসিকতা দেখিয়েছে তাতে আমি খুশি। আমাদের সময় এলেই সেরাটা বেরিয়ে আসবে।’’ একই সঙ্গে বিরাট এ দিন প্রশংসা করেন, তাঁর দলের পেসার নবদীপ সাইনির। বলেন, ‘‘এই উইকেটেও ১৫০ কিলোমিটার গতিতে বল করে গলে নবদীপ। আগামী দিনে ও আরও বিধ্বংসী হবে।’’

Advertisement

তবে জিতলেও উইকেটের চরিত্র নিয়ে সন্তুষ্ট নন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বলছেন, ‘‘উইকেট এত মন্থর দেখে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম। এই উইকেট অনেকটা ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের উইকেটের মতো। উইকেটের চরিত্র এর চেয়ে ভাল হওয়া বাঞ্ছনীয়।’’ তবে চেন্নাইয়ের উইকেট থেকে যে স্পিনাররাই সাহায্য পাবেন সেটা টসের সময়েই ইঙ্গিত দিয়েছিলেন ধোনি। বলেছিলেন, ‘‘দলে ভাল স্পিনার থাকলে এই পিচে বিপক্ষকে চাপে ফেলা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement