IPL 2020

তরুণদের সুযোগ দিল না কেন চেন্নাই, প্রশ্ন লারার

লারা যে তারুণ্যের কথা বলে খুব একটা ভুল করেননি, তা বোঝা গেল বৃহস্পতিবারের চেন্নাই বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৪:১৪
Share:

ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের গড় বয়স তিরিশের বেশি হওয়ায় তাদের নামকরণ হয় ড্যাড’স আর্মি। শেন ওয়াটসন, ইমরান তাহির, ডোয়েন ব্র্যাভো, ফ্যাফ ডুপ্লেসিদের বয়স পঁয়ত্রিশের উপরে। মহেন্দ্র সিংহ ধোনি-সহ কয়েক জন ভারতীয় ক্রিকেটারও বর্ষীয়ানদের তালিকায় পড়েন। যে কারণে কিংবদন্তি ব্রায়ান লারা মনে করেন, বয়স্ক ক্রিকেটারদের প্রতি অতিরিক্ত নির্ভরতাই এ বার চেন্নাইয়ের পতনের কারণ। অন্যান্য দলের মতো চেন্নাইয়ে প্রাধান্য পাননি তরুণ ক্রিকেটারেরা।

Advertisement

লারা যে তারুণ্যের কথা বলে খুব একটা ভুল করেননি, তা বোঝা গেল বৃহস্পতিবারের চেন্নাই বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে। চেন্নাইকে জেতাতে বড় ভূমিকা নেন তরুণ ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে লারা বলেছেন, ‘‘চেন্নাই শিবিরে বয়স্ক ক্রিকেটারদের সংখ্যা অনেক বেশি। সিএসকে-র প্রথম একাদশে তরুণ ক্রিকেটারদের দেখা যায় না। এমনকি ওদের বিদেশি ক্রিকেটারেরাও বহু দিন ধরে রয়েছে দলে।’’ লারা আরও বলেন, ‘‘তারুণ্যের চেয়ে অভিজ্ঞতায় অতিরিক্ত ভরসা করেছে চেন্নাই। সেটাই এ বারের পতনের কারণ।’’

চেন্নাই প্লে-অফে পৌঁছতে না পারায় বিস্মিত লারাও। তাঁর কথায়, ‘‘এই মরসুমে চেন্নাই সত্যি আমাকে অবাক করেছে। এত দিন ভাবতাম, পরিস্থিতি যতই কঠিন হোক, প্লে-অফে ঠিক পৌঁছে যাবে ধোনিরা। বিশ্বাস করতাম, ধোনি নিজে দায়িত্ব নিয়ে কিছু একটা করে দেখাবে। সেই আশা এ বার আর পূরণ হল না।’’ প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন, পরের বারও নেতৃত্বের দায়িত্ব ধোনিকে দেওয়া উচিত। তাঁর মতে, ‘‘চেন্নাইকে এত বছর বহু সাফল্য এনে দিয়েছে ধোনি। এক বছর খারাপ যেতেই পারে। অবাক হব না যদি আগামী মরসুমেও ধোনিকে চেন্নাই অধিনায়ক দেখি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন