IPL 2020

দল না পাওয়া ইউসুফ পাঠানকে টুইটে সান্ত্বনা ইরফানের

নিলামের আগেই সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছিল পাঠানকে। ২০১৯ সালে হতশ্রী পারফরম্যান্স করেন ইউসুফ। গতবারের আইপিএল-এ ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাত্র ৪০ রান করেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:০৮
Share:

দুই ভাই। ইরফান পাঠান অনেক আগে থেকেই আইপিএল-এ নেই। এ বার আনসোল্ড থেকে গেলেন ইউসুফ। ছবি— এএফপি।

আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। কিন্তু, নিলামে তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে গেলেন ইউসুফ পাঠান। একসময়ে বহু ম্যাচ একাই জিতিয়েছেন তিনি। আইপিএলে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই ইউসুফ পাঠানকে নিলামে দলে নিল না কেউ।

Advertisement

দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলেন ভাই ইরফান পাঠান। টুইট করে বললেন, ‘এ রকম ছোটখাটো ধাক্কা দিয়ে তোমার দুর্দান্ত কেরিয়ারকে মাপলে কিন্তু ভুল করা হবে। কেরিয়ার জুড়ে তুমি দুরন্ত পারফর্ম করেছ। তুমি সত্যিকারের ম্যাচ উইনার। তোমাকে সব সময়ে ভালবাসি লালা।’

নিলামের আগেই সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছিল পাঠানকে। ২০১৯ সালে হতশ্রী পারফরম্যান্স করেন ইউসুফ। গতবারের আইপিএল-এ ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাত্র ৪০ রান করেছিলেন তিনি। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৬। গোটা মরসুমে এক ওভার মাত্র বল করেছিলেন।

Advertisement

কোনও উইকেটই দখল করতে পারেননি। এ বার সানরাইজার্স হায়দরাবাদ তরুণ প্লেয়ারদের উপরে ভরসা করেছিল। সেই কারণে দলে নিয়েছে বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, সঞ্জয় যাদবের মতো অখ্যাত তরুণ ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় কি আর দেখা যাবে না ইউসুফ পাঠানকে? বৃহস্পতিবারের নিলাম হয়তো সেই ইঙ্গিতই দিয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন