IPL 2021

স্মিথ-মর্গ্যান-শাকিবরা ভারতে আটকে, কার ফেরা সহজ, কার ফেরা কঠিন, দেখে নিন এক ঝলকে

ভারতে করোনার প্রকোপ বাড়তে থাকায় অনেক দেশই বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১৪:২৮
Share:

কী ভাবে দেশে ফিরবেন ক্রিকেটাররা?

করোনার দাপটে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। কিন্তু সমস্যায় পড়েছেন বিদেশি ক্রিকেটাররা। ভারতে করোনার প্রকোপ বাড়তে থাকায় অনেক দেশই বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কেউ বা তৈরি করেছে কড়া নিভৃতবাসের নিয়ম। অইন মর্গ্যান, আন্দ্রে রাসেলদের দেশে ফিরে কী নিয়মের মুখে পড়তে হবে, তা একঝলকে দেখে নিন:

Advertisement

অস্ট্রেলিয়া: সব থেকে কড়া নিয়ম এই দেশেই। ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ পুরোপুরি বন্ধ। এমনকি প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, অনৈতিক ভাবে দেশে ঢোকার চেষ্টা করলে জেলে ঢোকানো হবে।

ইংল্যান্ড: দেশের নাগরিকদের প্রবেশে কোনও বাধা নেই। কিন্তু ১০ দিনের কড়া নিভৃতবাসে থাকতে হবে। নিভৃতবাসে থাকাকালীন দেখাতে হবে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্টও।

Advertisement

বাংলাদেশ: বিমানে ভারত থেকে কারওর আসা বন্ধ। কিন্তু স্থলপথে আসা যাবে। তবে ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে।

নিউজিল্যান্ড: ইংল্যান্ডের মতোই নিয়ম। ভারত থেকে শুধুমাত্র সে দেশের নাগরিকরা ফিরতে পারবেন। তবে ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা: ভারত থেকে সে দেশে ঢুকতে কোনও সমস্যা নেই। কোনও শর্ত ছাড়াই ঢোকা যাবে।

আফগানিস্তানের তরফে কোনও নিয়ম এখনও জানানো হয়নি। তবে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন