IPL 2021

IPL 2021: প্লে অফে যাওয়ার লড়াইয়ে কলকাতা-মুম্বই, কার সুযোগ কতটা

আইপিএল-এ প্লে অফে যাওয়ার লড়াই এখন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বইয় ইন্ডিয়ান্সের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১০:২০
Share:

লড়াই এখন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বইয় ইন্ডিয়ান্সেরর মধ্যে।

প্লে অফে যাওয়ার জন্য বড় জয় দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার সেটাই করে দেখালেন রোহিত শর্মারা। রাজস্থান রয়্যালসকে ৯০ রানে আটকে রেখে আট উইকেটে ম্যাচ জিতল মুম্বই। লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল তারা। আইপিএল-এ প্লে অফে যাওয়ার লড়াই এখন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বইয় ইন্ডিয়ান্সেরর মধ্যে।

দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে আর কোনও সুযোগ নেই। পঞ্জাব কিংস এবং রাজস্থান দুটো দলেরই ১০ পয়েন্ট। একটি করে খেলা বাকি দুই দলের। ১২ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে তাদের। মুম্বই এবং কলকাতার সুযোগ রয়েছে ১৪ পয়েন্টে পৌঁছনোর। তাই প্লে অফের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে কলকাতা এবং মুম্বই।

Advertisement

বৃহস্পতিবার কলকাতার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক এই দুই দলের মধ্যে কার সুযোগ কতটা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

লিগ টেবিলে চার নম্বরে রয়েছে কলকাতা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দাবি জোরালো করবে অইন মর্গ্যানের দল। মুম্বই যদি শুক্রবার হেরে যায়, তা হলে শুধু মাত্র পয়েন্টের বিচারেই প্লে চলে যাবে কলকাতা।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা যদি হেরে যায় তা হলে সুযোগ থাকবে মুম্বইয়ের কাছে। শুক্রবার জিতে সোজাসুজি প্লে অফে চলে যেতে পারেন রোহিতরা।

তবে মুম্বই এবং কলকাতা যদি হেরে যায় এবং পঞ্জাব ও রাজস্থান জেতে তা হলে তবে খাতায় কলমে সুযোগ থাকবে তাদেরও। সেই ক্ষেত্রে চারটি দলের পয়েন্ট হবে ১২। নেট রান রেটের বিচারে প্লে অফে যাওয়ার সুযোগ তৈরি হবে। সেই ক্ষেত্রেও এগিয়ে থাকবে কলকাতা এবং মুম্বই। দুই দলেরই নেট রান রেট বাকিদের থেকে ভাল। তবে স্থান একটাই। তাই নেট রান রেটে এগিয়ে থাকা কলকাতার সুযোগ বাকিদের থেকে একটু বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement