Sunil Gavaskar

বদ অভ্যাস নেই, তাই দিল্লি থেকে এত টাকা পায় ধওয়ন, বলছেন সুনীল গাওস্কর

এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির অধিকারী দিল্লির ওপেনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৪:৫৮
Share:

সুনীল গাওস্কর ফাইল চিত্র

শিখর ধওয়নের ৪৭ বলে করা অপরাজিত ৬৯ রানের দাপটে ৭ উইকেটে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির অধিকারী দিল্লির ওপেনার। ম্যাচের পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাওস্কর।

Advertisement

প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘‘মরসুমের শুরু থেকেই ও দারুণ ছন্দে ছিল। সেটাই এখনও এগিয়ে নিয়ে যাচ্ছে ধওয়ন। অনেক সময় ব্যাটসম্যান ভাল খেলতে খেলতে আত্মতুষ্ট হয়ে পড়ে। এটা একটা খারাপ অভ্যাসের মতো। কিন্তু ও এই বদ অভ্যাস ত্যাগ করতে পেরেছে।’’

গাওস্কর আরও বলেন, ‘‘ও টেস্টে যে ধরনের শট খেলে থাকে, টি২০ তেও একই ভাবে খেলে। আলাদা কিছু চেষ্টা করে না। সেই কারণেই দিল্লি ক্যাপিটালসের থেকে এত টাকা পায় ধওয়ন।’’

Advertisement

শুধু তাই নয়, অপরাজিত থেকে দিল্লিকে জেতানোয় ধওয়নের প্রশংসা করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘১৫-১৬ ওভার টিকে যাওয়ার পর একজন ব্যাটসম্যান আউট হয়ে গেলে সেখান থেকে নতুন ব্যাটসম্যানের পক্ষে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা খুব সহজ হয় না। লক্ষ্য সহজ হলেও কাজটা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই ধওয়ন দ্রুত খেলাটা শেষ করতে চেয়েছিল। এটাই করা উচিত।’’

চলতি মরসুমে ৮ ম্যাচ ৩৮০ রান করে ফেলেছেন বাঁ হাতি এই ওপেনার। পেছনেই রয়েছেন কে এল রাহুল। তাঁর রান ৩৩১। রবিবার পঞ্জাব কিংসের করা ১৬৬ রানের জবাবে সহজেই জয় পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন