IPL 10

রশিদ-নবিদের নিয়ে ফিল্ম তৈরি করছে আফগান সরকার

গলি থেকে রাজপথ, স্বপ্নের দৌড়ে আফগানিস্তান ক্রিকেট। সৌজন্যে আফগান ক্রিকেটের দুই উদিয়মান নক্ষত্র রশিদ খান ও মহম্মদ নবি। আইপিএলের দশম সংস্করণে সুযোগ পেয়েই বাজিমাত করেছে আফগানিস্তানের এই দুই ক্রিকেটার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ১৯:১৩
Share:

রশিদ খান ও মহম্মদ নবি

গলি থেকে রাজপথ, স্বপ্নের দৌড়ে আফগানিস্তান ক্রিকেট। সৌজন্যে আফগান ক্রিকেটের দুই উদিয়মান নক্ষত্র রশিদ খান ও মহম্মদ নবি। আইপিএলের দশম সংস্করণে সুযোগ পেয়েই বাজিমাত করেছে আফগানিস্তানের এই দুই ক্রিকেটার।

Advertisement

আরও পড়ুন- কোন পথে এখনও প্লে অফে যেতে পারে বিরাটদের বেঙ্গালুরু

চলতি আইপিএলে ৪ কোটি টাকায় রাইসিং সানরাইজার্স হায়দরাবাদ হয়ে সই করেন রশিদ। একই দলের হয়ে ৩০ লক্ষ টাকায় চুক্তি করেন মহম্মদ নবি। রশিদ এবং নবির এই স্বপ্নের উত্থানকে স্বল্প দৈর্ঘের ছবির মধ্যে দিয়ে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে আফগানিস্তান সরকার।

Advertisement

ইতিমধ্যে ছবির নামও ঠিক হয়ে গিয়েছে। “আফগান ক্রিকেটারস্: দ্য রাইসিংস্টারস্”-এই নামেই মুক্তি পেতে চলেছে ছবিটি। ইংরাজি-সহ আরও তিনটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। আফগানিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। আইপিএল চলাকালীনই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। আইপিএলে রশিদ এবং নবির খেলার বিভিন্ন অংশও তুলে ধরা হবে এই ছবিতে। সঙ্গে থাকবে বিভিন্ন ক্রিকেটারের সাক্ষাতকারও।

আইপিএলে আফগান ক্রিকেটারদের সুযোগ দেওয়ায় ভারত সরকারের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছে আফগান ক্রিকেট বোর্ড। আফগান ক্রিকেটের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ”আমাদের দেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেওয়ায় ভারত সরকারের কাছে আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ।“ যুদ্ধ বিধ্বস্ত দেশকে সঙ্ঘবদ্ধ করতে ক্রিকেটকেই মূল হাতিয়ার হিসাবে অবশ্য এর আগেও ব্যবহার করেছে আফগানিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন