Sports News

ইশান কিষাণকে গালাগালি দিয়েছিলেন বিরাট কোহালি?

টান টান উত্তেজনায় ভরপুর র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত লায়ন্স-এর ম্যাচে মেজাজ হারালেন বিরাট কোহালি। গত ১৮ এপ্রিল রাজকোটে রায়নাদের বিরুদ্ধে খেলতে নেমে ক্রিস গেইল ও কোহালি ঝোড়ে ব্যাটিংয়ে ২১৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ১৭:০৮
Share:

ইশান ও বিরাট।

টান টান উত্তেজনায় ভরপুর র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত লায়ন্স-এর ম্যাচে মেজাজ হারালেন বিরাট কোহালি।

Advertisement

গত ১৮ এপ্রিল রাজকোটে রায়নাদের বিরুদ্ধে খেলতে নেমে ক্রিস গেইল ও কোহালি ঝোড়ে ব্যাটিংয়ে ২১৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। বিশাল রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে প্রথম দিকে চাপের মধ্যেই খেলা শুরু করেন রায়নারা। কিন্তু ম্যাচ ট্র্যাকে আনতে বেশি সময় নেয় গুজরাত লায়ন্স-এর ক্রিকেটাররা। যাঁরা দলকে প্রায় জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের মধ্যে এক জন হলেন ইশান কিষাণ। ১৬ বলে তাঁর দাপুটে ব্যাটিং কোহালির মনেও ঝড় তোলে। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে যে ভাবে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে স্বভাবতই একটা আশঙ্কার রেখা দেখা দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে।

আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটছে মুম্বই

Advertisement

শ্রীনাথ অরবিন্দের বাউন্সারে যখন একটু বেসামাল হয়ে পড়েন ইশান। সেই সময়েই তাঁকে কিছু একটা বলেন উত্তেজিত কোহালি। সেটা ক্যামেরাতেও ধরা পড়ে। ক্রিকেট মহলে জল্পনা চলে ঘটনাটিকে নিয়ে। প্রশ্ন ওঠে, কোহালি কি তা হলে ইশানকে গালাগালি দিয়েছিলেন ওই সময়? যদিও এই উত্তর পাওয়া যায়নি।

সে দিন প্রথম বাউন্সারটা সামাল দিতে না পারলেও, ইশান কিন্তু পরের বলেই ওভার বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন তিনি সহজে দমবার পাত্র নন।

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন