David Miller

David Miller: আমার ব্যাটে ঠিক মতো লাগলেই বল সোজা গাছে, ফাইনালের আগে হুঙ্কার গুজরাতের ব্যাটারের

বল যদি ব্যাটের ‘ভি’-তে লাগে, তা হলে ওটা গাছে যাবে। আর যদি ব্যাটের মাঝামাঝি লাগে, তা হলে মাঠের বাইরে যাবে। ছয় মারা নিয়ে মজা করে বলেছেন মিলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৩:২৯
Share:

ডেভিড মিলার। ছবি: আইপিএল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি গুজরাত টাইটান্সের ব্যাটার ডেভিড মিলার। ইডেনে ৩৮ বলে তাঁর ৬৮ রানের দুরন্ত ইনিংসেই বদলেছে ম্যাচের রং। দলকে আইপিএল ফাইনালে তুলে আত্মবিশ্বাসী মিলার বলেছেন, তাঁর ব্যাটে বল ঠিক মতো লাগলে ছয় হবেই।

Advertisement

আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১৫টি ম্যাচ খেলে করেছেন ৪৪৯ রান। মিলার জানিয়েছেন মঙ্গলবার ইডেনের ইনিংসটি দারুণ উপভোগ করেছেন। ২০১৪ সালের পর আইপিএলে তাঁকে আর এত ভাল ছন্দে দেখা যায়নি। বিশেষ করে রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর আগ্রাসন প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। তিনি মজা করে বলেছেন, ‘‘বল আমার ব্যাটের ‘ভি’-তে লাগলে, তার জায়গা হবে গাছেই।’’

নিজের ইনিংস নিয়ে মিলার বলেছেন, ‘‘প্রথমত সুযোগ পেয়েছি। আমাকে দারুণ একটা কাজ দেওয়া হয়েছিল। দলের থেকে দারুণ সমর্থন পেয়েছি। ইনিংসটা বেশ উপভোগ করেছি। অনেক দিন ধরে ক্রিকেট খেললেও এখন আমি নিজের খেলাটা অনেক ভাল বুঝতে পারি। চেষ্টা করি সব কিছুকে নিজের পরিকল্পনার কাছাকাছি রাখতে।’’

Advertisement

আইপিএল তাঁর অন্যতম পছন্দের প্রতিযোগিতা। মিলার বলেছেন, ‘‘আইপিএল খেলাটা বেশ মজার। বিভিন্ন দলের হয়ে খেলার সুযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক খেলোয়াড়ের সঙ্গে মেশার সুযোগ পাওয়া যায়। আমাদের দলটা নতুন। দলের কয়েক জনকে আগে থেকেই চিনতাম। কিন্তু নতুন দল হওয়ায় শুরুতে একটা ছন্নছাড়া ভাব ছিল। কিন্তু প্রথম ম্যাচটা জেতার পরে সকলে এক হয়ে যাই। তার পর সবাই জেতাটাকে সুন্দর অভ্যাসে পরিণত করেছি।’’

এ বারের প্রতিযোগিতায় শেষের ওভারগুলোয় মিলারের ব্যাটিং নজর কাড়ছে। তাঁর স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। শেষ দিকে চাপের মুখেও সাবলীল ভাবে বড় বড় ছয় মারায় তাঁকে ডাকা হচ্ছে ‘কিলার মিলার’ বলে। রাজস্থানের বিরুদ্ধে ঠিক সে ভাবেই দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। মিলার বলেছেন, ‘‘যেটুকু নিজের হাতে রয়েছে, সেটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাতে কী হবে, সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। ওটাই ছিল শেষ ওভার। জানতাম, বেশি বল পাওয়া যাবে না কাজটা করার জন্য।’’ এর পরেই মজা করে যোগ করেছেন, ‘‘বল যদি আমার ব্যাটের ‘ভি’-তে লাগে, তা হলে ওটা গাছে যাবে। আর যদি ব্যাটের মাঝামাঝি লাগে, তা হলে মাঠের বাইরে যাবে।’’

মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারের প্রথম তিন বলে তিনটি ছক্কা মেরে গুজরাতকে জিতিয়েছেন মিলার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন