Jonny Bairstow

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচের সেরা জনি বেয়ারস্টো

বেয়ারস্টোর সৌজন্যেই শুরু থেকে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেয় পঞ্জাব। সেই চাপ গোটা ম্যাচে কেটে বেরোতে পারেনি বেঙ্গালুরু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২৩:৪৪
Share:

দুর্দান্ত ইনিংস বেয়ারস্টোর ফাইল ছবি

জনি বেয়ারস্টোকে বেঙ্গালুরু বনাম পঞ্জাব ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিলেন আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিরা। ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংসের জন্যেই তাঁকে ম্যাচের সেরা বাছা হয়েছে। বেয়ারস্টোর সৌজন্যেই শুরু থেকে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেয় পঞ্জাব। সেই চাপ গোটা ম্যাচে কেটে বেরোতে পারেনি বেঙ্গালুরু। মাত্র ২৯ বলে ৬৬ রান করেন বেয়ারস্টো। মেরেছেন চারটি চার এবং সাতটি ছয়।

শুক্রবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ইংরেজ ব্যাটার। দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন জশ হ্যাজলউড। তাঁকে দু’টি চার এবং দু’টি ছক্কায় স্বাগত জানান বেয়ারস্টো। এর পর মহম্মদ সিরাজই হোন বা গ্লেন ম্যাক্সওয়েল, বেয়ারস্টোর ঝড়ের সামনে উড়ে গিয়েছেন সবাই। পাওয়ার প্লে-র আগেই অর্ধশতরান হয়ে যায় বেয়ারস্টোর। সিরাজকে ছক্কা মেরে অর্ধশতরান করেন। প্রথম ছয় ওভারে ৮৩ রান উঠে যায় পঞ্জাবের, যা এই মরসুমে তাদের সর্বোচ্চ।

Advertisement

দশম ওভারের প্রথম বলে থেমে যায় বেয়ারস্টোর ইনিংস। বাংলার স্পিনার শাহবাজ আহমেদ তুলে নেন তাঁকে। তবে শুরুতে বেয়ারস্টো ও রকম না খেললে দুশো পেরোতে পারত না পঞ্জাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন