IPL 2024

চেন্নাই হারতেই সুবিধা হল কেকেআরের, পয়েন্ট তালিকায় কত নম্বরে কলকাতা? কোথায় ধোনিরা?

আইপিএলের পয়েন্ট তালিকায় সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসের কাছে হারায় নীচে নামল মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১০:৫৫
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

দিল্লি ক্যাপিটালসের কাছে চেন্নাই সুপার কিংস হারায় লাভ হল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এল তারা। ঋষভ পন্থদের কাছে হেরে পয়েন্ট তালিকায় নীচে নামল মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংস। আইপিএলে প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় খাতা খুলল দিল্লি।

Advertisement

রবিবারের দিল্লি-চেন্নাই ম্যাচের পরে কেকেআরের পয়েন্ট ২ ম্যাচে ৪। শ্রেয়স আয়ারদের নেট রানরেটও সব থেকে বেশি (১.০৪৭)। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। ৩ ম্যাচে ধোনিদের পয়েন্টও ৪। তবে তাদের নেট রানরেট (০.৯৭৬) কলকাতার থেকে কম। তিন নম্বরে থাকা রাজস্থান রয়্যালস ও চার নম্বরে থাকা গুজরাত টাইটান্সের পয়েন্টও ৪। রাজস্থান খেলেছে ২টি ম্যাচ। গুজরাত ৩টি। সঞ্জু স্যামসনদের নেট রানরেট (০.৮০০) শুভমন গিলদের (-০.৭৩৮) থেকে বেশি।

পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। প্যাট কামিন্সদের নেট রানরেট ০.২০৪। ছ’নম্বরে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলেরা ২ ম্যাচ খেলে ১টি জিতেছেন। তাঁদের নেট রানরেট ০.০২৫। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে দিল্লি ক্যাপিটালস। পন্থদের নেট রানরেট -০.০১৬।

Advertisement

আইপিএলের পয়েন্ট তালিকা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আট ও ন’নম্বরে রয়েছে যথাক্রমে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু’টি দলই ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। নেট রানরেটে কোহলিদের (-০.৭১১) উপরে শিখর ধাওয়ানেরা (-০.৩৩৭)। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছেন হার্দিক পাণ্ড্যেরা। তাঁদের পয়েন্ট ০। হার্দিকদের নেট রানরেটও (-০.৯২৫) সব থেকে খারাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন