নাইট পোহালেই পয়লা আর রসগোল্লা

ইডেনে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই বর্ষবরণ পালনে নাইট রাইডার্স। সাক্ষী শুধু আনন্দ প্লাসইউসুফ পাঠানকে ডেকে নিলেন টেস্ট সিরিজে সদ্য অস্ট্রেলিয়াকে গতির ঝড়ে পর্যুদস্ত করে আসা পেসার। উমেশ যাদব কুইজের ঢঙেই প্রশ্ন করে বসলেন— অ্যাই ইউসুফ ভাই, বাংলা নিউ ইয়ার’টা কবে বলো তো?

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০০:০০
Share:

অঙ্কিত রাজপুত-সূর্যকুমার যাদব ও উমেশ যাদব

ইউসুফ পাঠানকে ডেকে নিলেন টেস্ট সিরিজে সদ্য অস্ট্রেলিয়াকে গতির ঝড়ে পর্যুদস্ত করে আসা পেসার। উমেশ যাদব কুইজের ঢঙেই প্রশ্ন করে বসলেন— অ্যাই ইউসুফ ভাই, বাংলা নিউ ইয়ার’টা কবে বলো তো?

Advertisement

ইউসুফ প্রশ্নের উত্তর দেবেন কী, ততক্ষণে তাঁর হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয়েছে। বিস্ফারিত চোখে সেটা হাতে নিয়ে ইউসুফ বলে উঠলেন, ‘‘আরে, পরশু দিনই তো! ১৫ এপ্রিল বাংলার নববর্ষ। সে দিন আমাদের ম্যাচও আছে। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। আশা করি, দুর্দান্ত একটা জয় উপহার দিতে পারব কলকাতাকে।’’ তার পর দু’জনেই বাংলার সব মানুষকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন।

ইউসুফ পাঠান ও পীযূষ চাওলা

Advertisement

বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারে টিম হোটেলে এ ভাবেই আগাম নববর্ষ উদ্‌যাপন করলেন নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। সেই সব দুর্লভ দৃশ্য ধরা থাকল শুধু ‘আনন্দ প্লাস’-এর ক্যামেরায়। কখনও কেকেআর-এর সহ-অধিনায়ক এবং ‘ট্যাটু-স্টার’ সূর্যকুমার যাদবকে রসগোল্লা খাইয়ে দিচ্ছেন নাইটদের নতুন আবিষ্কৃত পেসার অঙ্কিত রাজপুত। কখনও আবার লেগস্পিনার পীযূষ চাওলা হাঁড়ি খুলে নিজেই রসগোল্লা খেয়ে নিলেন। উৎসবে যোগ দিলেন ওপার বাংলার সাকিব-আল-হাসান। কলকাতায় নববর্ষের আবহ সম্পর্কে পরিচিত সাকিব রসগোল্লার হাঁড়ি নিয়ে বেশ উত্তেজিত। নাইট রাইডার্সের এক সতীর্থকে বোঝানোর চেষ্টা করছিলেন, এটা বাঙালিদের কাছে কতটা বিরাট উৎসব। কেকেআর-এর চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোরও ততক্ষণে এসে গিয়েছেন।

পয়লা বৈশাখী ঝড়ে আক্রান্ত হতে দেখা গেল বিদেশি নাইটদেরও। দলের সহকারী কোচ সাইমন ক্যাটিচ অস্ট্রেলীয়। কিন্তু তিনিও রসগোল্লার হাঁড়ি নিয়ে ‘শুভ নববর্ষ, শুভ নববর্ষ’ বলার চেষ্টা করতে থাকলেন। স্যারের সেই প্রচেষ্টা দেখে ছাত্রেরাও হাসি চাপতে পারল না। অস্ট্রেলিয়া যদি পারে, তা হলে নিউজিল্যান্ডই বা পিছিয়ে থাকে কেন? একটু পরে তাই নববর্ষে উৎসব দিলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। যাঁকে এ বারেই নিলাম থেকে কিনেছে কেকেআর। দেখা গেল, বোল্ট মাঠের বাইরে ইউসেইন বোল্টের মতোই আকর্ষণীয় এক চরিত্র। বাংলা নববর্ষ নিয়ে উন্মাদনায় বেশ রোমাঞ্চিত তিনিও।

সাকিব-আল-হাসান ও ট্রেন্ট বোল্ট

আর কয়েক ঘণ্টা পরেই সকলে নামবেন ইডেনে। ঘরের মাঠে প্রথম ম্যাচ ছিল বৃহস্পতিবারেই। কাল, পয়লা বৈশাখে দ্বৈরথ ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে। নাইট শিবিরে বৈশাখী উৎসবের পরিবেশ অবশ্য এসেই পড়েছে। অবাঙালি, বিদেশিদের উচ্ছ্বাস দেখেও বা কে বলবে, তাঁরা বাংলার বাইরের লোক!

বাকি রইল কলকাতার ভক্তদের নববর্ষের জয় উপহার দেওয়া।

ছবি: সুদীপ্ত ভৌমিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন