এ বার ৬৭ রানেই শেষ রাহুলের দল

বিরাট কোহালির পরে রাহুল দ্রাবিড়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরে দিল্লি ডেয়ারডেভিল্‌স। ব্যাটিং বিপর্যয় ঘটে লজ্জার মুখ হয়ে থাকলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০৩:২৭
Share:

বিরাট কোহালির পরে রাহুল দ্রাবিড়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরে দিল্লি ডেয়ারডেভিল্‌স। ব্যাটিং বিপর্যয় ঘটে লজ্জার মুখ হয়ে থাকলেন।

Advertisement

বিরাটের দল ইডেনে শেষ হয়ে গিয়েছিল ৪৯ রানে। রবিবার প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিল্স অলআউট হয়ে গেল ৬৭ রানে। প্রথম ব্যাট করে এটাই কোনও দলের সর্বনিম্ন রান দশ বছরের আইপিএলে। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে একই রানে এক বার অলআউট হয়ে গিয়েছিল কেকেআর। ১৭.১ ওভারে অলআউট হয়ে যায় দিল্লি।

জয়ের রান তুলতে কিংগস ইলেভেন পঞ্জাব নেয় মাত্র ৭.৫ ওভারে। দশ উইকেটে জয় দেখে মোহালিতে উপস্থিত প্রীতি জিন্টা আরও বেশি করে লাফাতে থাকেন। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্টিল ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। অন্য ওপেনার হাসিম আমলা অপরাজিত থাকেন ২০ বলে ১৬ রান করে।

Advertisement

কিংগস ইলেভেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার পরে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন সন্দীপ শর্মা। চার ওভারে ২০ রান দিয়ে চার উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। সেই সঙ্গে বাঁদিকে ঝাঁপিয়ে নিজের বোলিংয়ে অসাধারণ একটি ক্যাচও নেন সন্দীপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য জোরাল দাবি তুললেন বাঁ হাতি স্পিনার অক্ষর পটেলও। এ বারের আইপিএলে নিয়মিত ভাবে তিনি ভাল বল করে যাচ্ছেন। এ দিনও চার ওভারে ২২ রানে দুই উইকেট নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন