রান পেয়ে প্রত্যয়ী সিমন্স

মরসুম শুরুর থেকেই দুরন্ত ফর্মে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু হঠাৎ করেই যেন ওয়ার্নারদের সংসারে টেনশনের চোরাস্রোত। শেষ দু’ম্যাচ হেরে প্লে-অফে ওঠা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:৩৮
Share:

মরসুম শুরুর থেকেই দুরন্ত ফর্মে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু হঠাৎ করেই যেন ওয়ার্নারদের সংসারে টেনশনের চোরাস্রোত। শেষ দু’ম্যাচ হেরে প্লে-অফে ওঠা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

এরই মধ্যে আবার হায়দরাবাদের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। এমন একটা দল যারা প্লে-অফে উঠে গিয়েছে। শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪৬ রানে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে মুম্বই শিবির। দলে প্রত্যাবর্তনেই লেন্ডল সিমনস বড় একটা ইনিংস খেলেন। হায়দরাবাদকে এক প্রকার সতর্কবার্তা পাঠিয়ে সিমনস বলছেন, ‘‘শেষ কয়েক মাসে আমার ফর্ম ছিল না। কিন্তু এ রকম একটা ইনিংস খেলায় আমার আত্মবিশ্বাস বেড়েছে। আগামী ম্যাচগুলোয় কাজে আসবে।’’

আরও পড়ুন: রেকর্ড করে নিজেই বিস্মিত নারিন

Advertisement

জস বাটলারের জায়গায় দলে সুযোগ পেয়ে ৪৩ বলে ৬৬ রান করেন সিমন্স। পাঁচটা বাউন্ডারি ও চারটে ছক্কা মারেন। ‘‘আমি কোনও চাপে ছিলাম না। জানতাম আমার সুযোগ ঠিক আসবেই। নিজেকে তৈরি রেখেছিলাম,’’ বলছেন সিমন্স। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি নিয়মিত জিম করছিলাম। ফিটনেস বজায় রাখার চেষ্টা করছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন