IPL 2022

IPL 2022: এখনও সারেনি চোট, আইপিএলের প্রথম ম্যাচে তারকা ব্যাটারকে না-ও পেতে পারেন রোহিতরা

সূর্যকে এ বারে ধরে রেখেছে মুম্বই। ঈশান কিশন ও রোহিত শর্মার সঙ্গে তাঁর উপরেও দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন সূর্য। সিরিজ সেরার পুরস্কার পান তিনি। আইপিএলেও সূর্য সেই ফর্মেই খেলবেন বলে আশাবাদী মুম্বই। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৪:২১
Share:

সূর্যকে প্রথম ম্যাচে না-ও পেতে পারেন রোহিতরা ফাইল চিত্র।

আঙুলের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে না-ও খেলতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে আঙুলে চোট পান সূর্য। স্ক্যান করে দেখা যায় আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেই চোট এখনও পুরো সারেনি এই মিডল অর্ডার ব্যাটারের।

Advertisement

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন সূর্য। সেখানে রিহ্যাব করছেন তিনি। চোট প্রায় সেরে ওঠার মুখে। কিন্তু প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অল্প সংশয় রয়েছে। ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলের তরফে তাঁকে ঝুঁকি নিতে বারণ করা হতে পারে। তাই প্রথম ম্যাচে তাঁকে না-ও পেতে পারে মুম্বই।

দিল্লির বিরুদ্ধে খেলার পাঁচ দিন পরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মুম্বই। তার মধ্যে অবশ্য সূর্য ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন বোর্ডের সেই কর্তা।

Advertisement

সূর্যকে এ বারে ধরে রেখেছে মুম্বই। ঈশান কিশন ও রোহিত শর্মার সঙ্গে তাঁর উপরেও দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন সূর্য। সিরিজ সেরার পুরস্কার পান তিনি। আইপিএলেও সূর্য সেই ফর্মেই খেলবেন বলে আশাবাদী মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement