IPL 2023

রোহিতদের জন্য ‘মাস্টার-ক্লাস’, দু’বছর পর মুম্বই শিবিরে সচিন

দলকে চাঙ্গা করতে শুক্রবার মুম্বই শিবিরে পা রাখলেন সচিন তেন্ডুলকর। দুই বছর পরে আবার মুম্বই শিবিরে এলেন তিনি। শেষবার সচিনকে দেখা গিয়েছিল ২০১৯ আইপিএল ফাইনালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ০৭:২৩
Share:

আলোচনা: শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনের ফাঁকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা। ছবি: টুইটার।

বিশ্বকাপ জয়ের বারো বছর পূর্তিতে আবারও ফিরে এল সেই ঐতিহাসিক মুহূর্ত। শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরের বল সপাটে গ্যালারিতে পাঠিয়ে দিয়ে ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। শুক্রবার সেই স্মরণীয় মুহূর্তকে নতুন করে স্মরণ করল মুম্বই ক্রিকেট সংস্থা। মহেন্দ্র সিংহ ধোনির হাতে তুলে দেওয়া হল তাঁর এবং যুবরাজ সিংহের জয়ের মুহূর্তের ছবি।

Advertisement

ধোনির বিশাল ছয় আছড়ে পড়েছিল গ্যালারির যে অংশে, সেখানে পাঁচটি আসনকে বিশেষ ভাবে সংরক্ষণ করে সেখানে একটি স্মারক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। পাঁচটি আসনকে সরিয়ে সেই জায়গায় তৈরি হবে বিশ্বকাপ জয়ের বিশেষ স্মারক।

শনিবার সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আইপিএলের মহাদ্বৈরথে নামতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে ফের কঠিন পরীক্ষা মুম্বইয়ের।

Advertisement

তার আগে দলকে চাঙ্গা করতে শুক্রবার মুম্বই শিবিরে পা রাখলেন সচিন তেন্ডুলকর। দুই বছর পরে আবার মুম্বই শিবিরে এলেন তিনি। শেষবার সচিনকে দেখা গিয়েছিল ২০১৯ আইপিএল ফাইনালে। শুক্রবার রোহিতদের দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড মেনে নেন, উপরের সারির ব্যাটসম্যানদের রানে ফিরতেই হবে। না হলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়বে। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে ব্যাটসম্যান প্রচুর রয়েছে। সকলকেই প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে হবে। বিশেষ কোনো এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে মাথা ঘামানো উচিত নয়। তবে সবে আইপিএল শুরু হয়েছে। এই ছন্দহীনতা দল কাটিয়ে উঠবে।’’

প্রশ্ন উঠেছে সূর্যকুমারের ধারাবাহিক রানের খরা নিয়ে। পোলার্ড বলেছেন, ‘‘সকলের জীবনেই ভাল এবং খারাপ, দু’ধরনের দিনই আসে। সূর্যকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার কারণ দেখছি না। শেষ আঠারো মাসে সূর্য কী ক্রিকেট খেলেছে, সেটাও কিন্তু সকলের মনে রাখা দরকার।’’

এ দিকে, শনিবারের মুম্বই বনাম চেন্নাই দ্বৈরথকে আবার অন্য নজরে দেখছেন মইন আলি। সিএসকে অলরাউন্ডার বলেছেন, ‘‘আমার নজরে মুম্বই-চেন্নাই ম্যাচ অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল দ্বৈরথের মতোই উত্তেজক। আইপিএলে দুটো দলই দারুণ সফল। ফলে এই ম্যাচ নিয়ে মাঠে এবং মাঠের বাইরে সকলের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছে যায়।’’

মইনের দাবি, শেষ ম্যাচের ভুল বোলাররা করবেন না। বলেন, ‘‘দীপক চাহার চোট সারিয়ে ফিরেছে। ওকে ছন্দে ফেরার জন্য সময় দিতে হবে।’’

ফিরছেন মার্শ: চলতি আইপিএলে প্রথম ম্যাচে তিনি ফিরেছিলেন শূন্য রানে। অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ এ বার দেশে ফিরছেন বিয়ে করতে। আজ, শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে দিল্লি দলের বোলিং কোচ জেমস হোপস জানিয়েছেন, বিয়ের জন্য দেশে ফিরবেন মার্শ। তাই আগামী কয়েকটি ম্যাচে ওকে পাওয়া যাবে না।’’ তিনি আরও জানিয়েছেন, দেশ থেকে ফেরার পরে মার্শকে ব্যাটিংয়ের সঙ্গে বোলার হিসেবেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

প্রথম দুই ম্যাচে হেরে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে ঋষভ পন্থহীন দিল্লি। তবে হোপস মনে করেন, দলে বেশ কিছু নতুন ক্রিকেটার রয়েছেন, যাঁরা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে দল আবার চেনা মেজাজে ফিরে আসবে। তিনি বলেছেন, ‘‘হয়তো এই মুহূর্তে দল চাপে রয়েছে। তবে এই পরিস্থিতি পরে থাকবে না।’’

বাংলার নতুন উইকেটকিপার-ব্যাটসম্যান অভিষেক পোড়েলের প্রশংসা করছেন হোপস। বলেছেন, ‘‘অভিষেক নিঃসন্দেহে প্রতিভাধর ক্রিকেটার। গুজরাতের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে ব্যাটিং করেছিল। তারই সঙ্গে উইকেটের পিছনেও নিজের দায়িত্ব দারুণ ভাবে পালন করে চলেছে ও।’’

আজ আইপিএলে: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন