ইডেনেই প্লে-অফ নিশ্চিত করতে চাই

আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমে কয়েকটা ব্যাপারকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। যেমন, টিম ওয়ার্ক, একে অন্যের পাশে দাঁড়ানো এবং দলের সাফল্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া।

Advertisement

জাক কালিস

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০৪:০৮
Share:

আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমে কয়েকটা ব্যাপারকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। যেমন, টিম ওয়ার্ক, একে অন্যের পাশে দাঁড়ানো এবং দলের সাফল্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া।

Advertisement

স্বাভাবিক ভাবেই একটা ম্যাচে কোনও এক জন সর্বোচ্চ রান করবে, সবচেয়ে বেশি উইকেট নেবে। কিন্তু আমরা বলি, এক জনের সামান্যতম অবদানও ম্যাচ জিততে সাহায্য করে। তবে এই ফর্ম্যাটের ক্রিকেটে আরও একটা ব্যাপার ঘটে। খুব কম হলেও ঘটে। যখন কোনও এক জন ক্রিকেটার অতিমানবীয় পারফরম্যান্সে একাই ম্যাচ ঘুরিয়ে দেয়।

সানরাইজার্স হায়দরাবাদ টিমের সবার প্রতি সম্মান দেখিয়েই বলছি, আমরা দিন কয়েক আগে হায়দরাবাদে স্রেফ ‘ওয়ার্নারড’ হয়ে গিয়েছিলাম। ডেভিড ওয়ার্নার একাই আমাদের হারিয়ে দিল। তবে এটাও বলব, আমরাও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ওয়ার্নারের মতো আক্রমণাত্মক ক্রিকেটার আপনাকে এক-আধটা সুযোগ ঠিকই দেবে। ও সেটা দিয়েও ছিল, কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি।

Advertisement

হায়দরাবাদে আমরা সব বিভাগেই পিছিয়ে ছিলাম। পেশাদাররা সব সময় চেষ্টা করে যাতে ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে। আমরা এই টুর্নামেন্টে সেটা করেও দেখাচ্ছি। কিন্তু কারও পক্ষেই প্রতিটা ম্যাচে ভাল খেলা সম্ভব নয়। আমাদেরও একটা খারাপ দিন গিয়েছিল। তবে একটা ভাল ব্যাপার হল, আমাদের ভাগ্য এখনও আমাদের হাতেই রয়েছে। লিগ টেবলের প্রথম দু’টো জায়গার ওপরই আমাদের নজর রয়েছে।

আরও পড়ুন: কর্টিজেন নিয়ে মাঠে ক্রিস লিন

দু’দিন বিশ্রামে থাকার পরে আজ, বুধবার ইডেনে পুণের বিরুদ্ধে নামছি আমরা। প্লে-অফ নিশ্চিত করতে আমাদের আর অন্তত একটা ম্যাচ জিততেই হবে। সেই কাজটা এখানেই সেরে ফেলতে চাই আমরা। যাতে শেষ কয়েকটা ম্যাচে প্লে অফে ওঠার চাপটা আমাদের ওপর না পড়ে।

গুজরাতের বিরুদ্ধে ও রকম একটা জয় পাওয়ার পরে পুণেও নিশ্চয়ই প্লে অফে ওঠার ব্যাপারে এখন আত্মবিশ্বাসী। আমরা যদি ‘ওয়ার্নারড’ হই, সোমবার গুজরাত লায়ন্স তা হলে ‘স্টোকস্ড’ হয়েছে!

কেকেআর ভক্তদের জন্য একটা ভাল খবর আছে। ক্রিস লিনের রিহ্যাব একেবারে ঠিকঠাক হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই সম্ভবত লিন-কে আমরা দলে পেয়ে যাব। ও রকম দুর্দান্ত একটা শুরু করার পরে যে ভাবে চোট পেয়েছিল লিন, তাতে ও ভেঙে পড়েছিল। আর এখন মাঠে নামার জন্য ছটফট করছে। আশা করছি, প্লে অফে আমরা তরতাজা পা মাঠে নামাতে পারব।

আর এক ঠাসা সপ্তাহের মাঝে সময় পেয়ে গেলাম এক রাউন্ড গল্ফ খেলার। সোমবারের রিপোর্ট বলছে, কালিস আর আদ্রিয়ান লে রু-র টিম গল্ফে অপরাজিতই ছিল। আশা করছি, কেকেআরের পক্ষে এটা একটা ভাল ইঙ্গিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন