অসঙ্গতি, আটকে গেল বোর্ডের প্রস্তাবিত বাজেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত বাজেটে একাধিক অসঙ্গতি। তাই বুধবার দিল্লিতে ফিনান্স কমিটির বৈঠকে তা অনুমোদন পেল না। চলতি আর্থিক বছরের প্রস্তাবিত বাজেটে নাকি দলীপ ট্রফি, কর্পোরেট ট্রফি নিয়ে কোনও বরাদ্দ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০২:৫৪
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত বাজেটে একাধিক অসঙ্গতি। তাই বুধবার দিল্লিতে ফিনান্স কমিটির বৈঠকে তা অনুমোদন পেল না। চলতি আর্থিক বছরের প্রস্তাবিত বাজেটে নাকি দলীপ ট্রফি, কর্পোরেট ট্রফি নিয়ে কোনও বরাদ্দ নেই। অথচ বর্তমানে যার কোনও অস্তিত্ব নেই, সেই স্পেশালাইজড অ্যাকাডেমির জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে বোর্ডসূত্রের খবর। এই বিষয়গুলি শুধরে নিয়ে কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরিকে ফের ২২ জুলাই পরের বৈঠকে প্রস্তাবিত বাজেট পেশের নির্দেশ দেন চেয়ারম্যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আইপিএল-এ কাজ করা বোর্ডকর্মীদের এ বার থেকে আইপিএল তহবিল থেকেই পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও উঠল এই বৈঠকে। যার অর্থ আগামী আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলির লভ্যাংশ কমে যেতে পারে। ভারতীয় দলের ক্রিকেটারদের এ বার থেকে নিয়মিত ইনসেনটিভ দেওয়ার প্রস্তাবও উঠেছে এই বৈঠকে। দেশে ও বিদেশে সিরিজ জয়ের জন্য অস্ট্রেলীয় মডেল অনুসরণ করে ক্রিকেটারদের ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব নাকি এই বৈঠকে দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রেজেন্টেশন দেওয়ার জন্য আইপিএল সিইও সুন্দর রামনকে ডাকা হয়েছিল। মেয়েদের ক্রিকেটেও এ বার থেকে গ্রেডেশন প্রথা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন