যুব দলের প্রথম ক্রিকেটার হিসেবে এক কোটি টাকার স্পনসর ইশানের

কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা থাকলেও লাভবান হলেন যুব বিশ্বকাপ দলের ক্যাপ্টেন ইশান কিষাণ। মঙ্গলবার দিল্লিতে তাঁর সঙ্গে এক কোটি টাকার চুক্তি করল সিয়াট টায়ার। তিন বছরের মেয়াদি চুক্তি সই করে অবশ্য একটা রেকর্ড গড়ে ফেলেছেন ইশান। এই প্রথম আন্ডার নাইনটিন টিমের কোনও সদস্যের সঙ্গে এত বড় অঙ্কের চুক্তি হল।

Advertisement

স্বপন সরকার

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০০
Share:

কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা থাকলেও লাভবান হলেন যুব বিশ্বকাপ দলের ক্যাপ্টেন ইশান কিষাণ। মঙ্গলবার দিল্লিতে তাঁর সঙ্গে এক কোটি টাকার চুক্তি করল সিয়াট টায়ার। তিন বছরের মেয়াদি চুক্তি সই করে অবশ্য একটা রেকর্ড গড়ে ফেলেছেন ইশান। এই প্রথম আন্ডার নাইনটিন টিমের কোনও সদস্যের সঙ্গে এত বড় অঙ্কের চুক্তি হল।

Advertisement

আরও পড়ুন

বিশ্বজয়ের স্বপ্ন শেষ কাপ অধরা থাকল দ্রাবিড়েরও

Advertisement

যুব বিশ্বকাপ দলের ভারতীয় দলের অধিনায়ক ইশান পটনার অলিগলিতে বড় হয়েছেন। ঝাড়খণ্ডের হয়ে অসমের বিরুদ্ধে প্রথম রঞ্জি ম্যাচ খেলেন ২০১৪ সালে। এর পর রাহুল দ্রাবিড়ের হাত ধরে যুব দলের অধিনায়ক হিসাবে উত্থান তাঁর। তার আগেই মহেন্দ্র সিংহ ধোনির ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন ইশান। চলতি বছরের আইপিএলে সুরেশ রায়নার দল গুজরাত লায়ন্সের হয়ে মাঠে নামবেন তিনি।

সম্প্রতি বিজেন্দ্র সিংহ, মেরি কমের এজেন্ট আইওএসের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ইশানের। তারাই ইশানকে প্রথম স্পনসর হিসাবে সিয়াট টায়ারকে এনে দিল। রেকর্ড অঙ্কের চুক্তির পর আপ্লুত ১৭ বছরের এই ডাইনামিক উইকেটকিপার-বাঁ হাতি ব্যাটসম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement