ইশান্তের চিকুনগুনিয়া

‘আবার টিম বাসে। এই টিম বাসেই দারুণ দারুণ সব স্মৃতি আছে।’ কানপুরে গ্রিন পার্কে প্র্যাকটিস করতে যাওয়ার পথে বিরাট কোহালির টুইট। এখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫১
Share:

—ফাইল চিত্র।

‘আবার টিম বাসে। এই টিম বাসেই দারুণ দারুণ সব স্মৃতি আছে।’ কানপুরে গ্রিন পার্কে প্র্যাকটিস করতে যাওয়ার পথে বিরাট কোহালির টুইট। এখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে। যার আগে এ দিন নয়াদিল্লিতে সেঞ্চুরি করে ওয়ার্ম আপ সারলেন নিউজিল্যান্ডের লুক রঙ্কি (১০৭)। ফিরোজ শাহ কোটলায় মুম্বইয়ের মুখোমুখি হয়েছিল নিউজল্যান্ড। তিন দিনের ম্যাচ শেষমেশ ড্র হল। দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানে অল আউট হল নিউজিল্যান্ড। রঙ্কির সেঞ্চুরিতে ছিল পনেরোটা বাউন্ডারি ও তিনটে ছক্কা। এরই মধ্যে ভারতীয় শিবিরে একটা ধাক্কা। চিকুনগুনিয়া হওয়ায় টিমের সঙ্গে যোগ দিতে পারেননি পেসার ইশান্ত শর্মা। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার ডিরেক্টর এ কথা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement