ISL 2020

কোটি টাকার লিগে দুই প্রধান, নজর থাকবে কোন ফুটবলারদের দিকে?

আই লিগে টাকার অভাবে দল গড়তেই বিপদে পড়ত অনেক ক্লাব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৬:২৫
Share:

শুক্রবার থেকে শুরু আইএসএল। —ফাইল চিত্র

আইপিএলের রেশ কাটতে না কাটতেই হাজির আইএসএল। তবে বিদেশের মাটিতে নয়। দেশেই হবে এই কোটি টাকার ফুটবল লিগ।

Advertisement

আই লিগে টাকার অভাবে দল গড়তেই বিপদে পড়ত অনেক ক্লাব। প্রচারও ছিল না তেমন ভাবে। অন্যদিকে আবার ভারতের ২ ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অভাবে আইএসএল-ও যেন সেই ভাবে ডানা মেলতে পারছিল না ফুটবলভক্তদের মনে। এ বারের টুর্নামেন্টে প্রথম নামবে কলকাতার দুই বড় দল। ৩ বারের চ্যাম্পিয়ন এটিকে-র সঙ্গে মিলে মোহনবাগান এ বার নামছে এটিকে মোহনবাগান হয়ে। অন্য দিকে শেষ মুহূর্তে শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে নামবে এসসি ইস্টবেঙ্গল।

এ বারে ১১ দল নিয়ে খেলা হবে আইএসএল। সর্বসাকুল্যে তাদের বাজারদর ৪৫৯ কোটি টাকার বেশি। সব থেকে বেশি দর কেরালা ব্লাস্টার্সের। তাদের মোট বাজারদর ৫৩ কোটি ৯৫ লক্ষ টাকা। এর পরেই রয়েছে কলকাতার দুই দল। বাজারদরেও একে অপরকে টেক্কা দিচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সবুজ-মেরুনের বাজারদর ৪৬ কোটি ৩ লক্ষ। খুব পিছিয়ে নেই লাল-হলুদ। তাদের দর ৪৫ কোটি ৮৩ লক্ষ টাকা। তার পরেই রয়েছে মুম্বই সিটি এফসি। তাদের দর ৪৪ কোটি ৩৭ লক্ষ টাকা। বেঙ্গালুরু এফসির দর ৪৩ কোটি ৭৪ লক্ষ। সব চেয়ে কম দর জামশেদপুর এফসির (৩৪ কোটি ৩৭ লক্ষ টাকা)।

Advertisement

আরও পড়ুন: ‘মেসি ক্লাবে পরিশ্রম করেন না’, বার্সা মহাতারকাকে এ বার আক্রমণ গ্রিজম্যানের এজেন্টের

দেখে নিন বাজারদরে এগিয়ে কোন দল।

কোটি টাকার এই লিগে কোন ফুটবলারদের দিকে নজর থাকবে? কারা হয়ে উঠবেন তাঁদের দলের প্রাণভ্রমরা? মোহনবাগান যেমন তাকিয়ে থাকবে রয় কৃষ্ণর দিকে। ১৮ ম্যাচে ১৪ গোল করা এই স্ট্রাইকার বহু দলের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। সবুজ-মেরুন ভক্তরা যখন রয় কৃষ্ণর দিকে তাকিয়ে থাকবেন, লাল-হলুদ তখন স্বপ্ন দেখবে জাকুয়েস মাঘোমাকে ঘিরে। মাঝমাঠের এই খেলোয়াড় ছিলেন টটেনহ্যামের যুবদলে। রবি ফাউলারের কোচিংয়ে তিনি কি পারবেন মাঝমাঠের দখল নিতে? এ বারের লিগের সব চেয়ে দামি খেলোয়াড় কেরালা ব্লাস্টার্সের গ্যারি হুপার। ৯ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে কেরালা দলে নিয়েছে এই স্ট্রাইকারকে। সেল্টিক, নরউইকের মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৪ বছরের এই ইংরেজ ফুটবলারের। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬টি গোলও রয়েছে তাঁর। এমন খেলোয়াড়ের দিকে নজর রাখতেই হবে। বেঙ্গালুরু এফসি দলে খুব বেশি পরিবর্তন করে না। এ বারেও তাদের দলে রয়েছেন সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিংহ সান্ধু। এই দুই ভারতীয় ফুটবলার সব সময়ই থাকেন আকর্ষণের কেন্দ্রে। ভারত অধিনায়ক যে গোলের সামনে কতটা সাংঘাতিক তা সকলেরই জানা। আর গোলকিপার গুরপ্রিতের প্রাচীর প্রায় সব সময়েই দুর্ভেদ্য। এমন দুই খেলোয়াড় যে দলে সেই দলের দিকেও নজর থাকবে অনেকের।

নজরে কোন খেলোয়াড়রা।

আরও পড়ুন: ঝুঁকি এড়াতে হাল্কা অনুশীলন হাবাসের​

শুক্রবার কেরালার বিরুদ্ধে খেলে প্রথম আইএসএল সফর শুরু করছে এটিকে মোহনবাগান। সেই সঙ্গে ঢাকে কাঠি পড়ছে টুর্নামেন্টেরও। বাঙালির উৎসব যেন শেষ হয়েও হল না। আগামী সপ্তাহে ২৭ নভেম্বর, শুক্রবার আইএসএলে প্রথম ডার্বি। এ বারের আইএসএল নিঃসন্দেহে বাঙালির বারো মাসের ১৩ তম পার্বণ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন