ISL

টাইব্রেকারে বাজিমাত কলকাতার, সচিনকে হারিয়ে জয় সৌরভের

আইএসএল ফাইনালে প্রথম বছরের অ্যাকশন রিপ্লে। আবার সেই কলকাতা আবার সেই কেরল। সেই সৌরভ বনাম সচিন ডুয়েল ফুটবল মাঠে। তবে এ বার কোচির মাঠে। ঘরোয়া সমর্থকদের সামনেই ফাইনাল খেলতে নেমেছে কেরল। কলকাতার সামনে এটাও বড় চ্যালেঞ্জ।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫
Share:

কেরল ব্লাস্টার্স ১ (রফি)

Advertisement

অ্যাটলেটিকো কলকাতা ১ (সেরেনো)

টাইব্রেকার

Advertisement

৩-৪

আইএসএল ফাইনালে প্রথম বছরের অ্যাকশন রিপ্লে। আবার সেই কলকাতা আবার সেই কেরল। সেই সৌরভ বনাম সচিন ডুয়েল ফুটবল মাঠে। তবে এ বার কোচির মাঠে। ঘরোয়া সমর্থকদের সামনেই ফাইনাল খেলতে নেমেছে কেরল। কলকাতার সামনে এটাও বড় চ্যালেঞ্জ।

টাইব্রেকার

কেরল: জার্মান (গোল), বেলফোর্ট (গোল), ডোয়ে (মিস), রফিক (গোল), হেংবার্ট (সেভ)

কলকাতা: হিউম (সেভ), দ্যুতি (গোল), বোরহা (গোল), লারা (গোল), জুয়েল (গোল)

আরও খবর: কেরলকে হারিয়ে আইএসএল আবার কলকাতার, ছবিতে

• দ্বিতীয়ার্ধের খেলাও শেষের পথে‌।

• টাইব্রেকারের পথে গড়াচ্ছে ম্যাচ।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• অতিরিক্ত সময়ের ম্যাচের প্রথমার্ধ শেষ।

• ১০০মিনিট, সন্দেশ ঝিঙ্গানকে হলুদ কার্ড।

• ৯৭ মিনিট, রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন কলকাতা কোচ মলিনা।

• সেরেনোকে তুলে নাতোকে নামালেন মলিনা।

• ৯৩ মিনিট, ইসফাককে হলুদ কার্ড।

• অতিরিক্ত সময়ের খেলা শুরু।

• নির্ধারিত সময়ের খেলা শেষ। এ বার অতিরিক্ত সময়ের খেলা শুরু হবে।

• ৯০+২ মিনিট, গোলের সুযোগ কলকাতার সামনে।

• ৮৬ মিনিট, গোলের জন্য ছটফট করছেন বোরহা।

• দুই দলই ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে চাইছে।

• শেষ কয়েক মিনিটে কোনও পক্ষেরই কোনও আক্রমণ নেই।

• ৭৭ মিনিট, মহম্মদ রফির জায়গায় মাঠে এলেন মহম্মদ রফিক।

• তাঁর একমাত্র গোলেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এ বার তিনি খেলছেন কেরলের হয়ে।

• মাঠে এলেন প্রথম আইএসএল ফাইনালের হিরো মহম্মদ রফিক।

• ৭৭ মিনিট, নাজনের জায়গায় নামলেন জার্মান।

• ৭২ মিনিট, লারার ফ্রিকিক বাইরে পাঠালেন বেলফোর্ট।

• ৭২ মিনিট, কলকাতার ফ্রিকিক।

• ফাইনালে ফ্লপ পোস্টিগা ।

• ৬৭ মিনিট, পোস্টিগাকে তুলে জেভিয়ের লারাকে নামালেন মলিনা

• ৫৯ মিনিট, যদিও ব্যান্ডেজ বেঁধে রক্তে ভিজে যাওয়া জার্সি বদলে নেমে পড়লেন খেলতে।

• ৫৮ মিনিট, বেলফোর্টের শট জায়গা ছেড়ে বেরিয়ে এসে বাইরে পাঠালেন দেবজিৎ।

• ৫৭ মিনিট, মিনিট খানেক ১০ জনে খেলতে হল কলকাতাকে।

• ৫৭ মিনিট, মাথা ফাঁটল সেরেনোর।

• ৫২ মিনিট, অফ সাইড পোস্টিগা।

• ৫০ মিনিট, নাজনের শট বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• গোল করলেন রফি ও এনরিকে।

• হাফ টাইমে কেরল ১, কলকাতা ১।

• সামেঘ দ্যুতির পাস থেকে গোল করে গেলেন এনরিকে।

• ৪৪ মিনিট, গোওওওওওওওওল.......অ্যাটলেটিকো কলকাতার।

• ৪৩ মিনিট, কলকাতা দলে পরিবর্তন, কিগান পেরেরার জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

• ৪১ মিনিট, কলকাতার পক্ষে ফ্রিকিক।

• ৩৮ মিনিট, কেরলের হয়ে মেহতাবের কর্নার থেকে রফির হেডে গোল।

• ৩৮ মিনিট, গোওওওওওওওওল....... কেরল ব্লাস্টার্সের।

• ৩৭ মিনিট, কেরলের পক্ষে কর্নার।

• ৩৬ মিনিট, হিউজের জায়গায় মাঠে এলেন ডয়।

• ৩৪ মিনিট, চোটের জন্য বেরিয়ে গেলেন কেরলেন হিউজ।

• ৩৩ মিনিট, দিশাহীন কর্নার দ্যুতির।

• ২৭ মিনিট, রালতে হিউমের সঙ্গে ওয়ান-টু খেলে বাইরে পাঠালেন বল।

• ২৫ মিনিট, বোরহা ফার্নান্ডেজকে হলুদ কার্ড।

• ২২ মিনিট, মেহতাবের থেকে বল পেয়ে গিয়েছিলেন জুয়েল। পোস্টিগাকেও বাড়িয়েছিলেন। তাঁর থেকে হেংবার্ট হয়ে বল গেল বাইরে।

• ১৯ মিনিট, কেরলের ফ্রিকিক। বাইরে মারলেন বেলফোর্ট।

• ১৭ মিনিট, জুয়েল রাজার ভাল মুভ।

• ১২ মিনিট, আবার পোস্টিগা।

• ১০ মিনিট, দু’বার গোলের সামনে গিয়ে বাইরে পাঠালেন পোস্টিগা।

• ৯ মিনিট, সুযোগ এসে গিয়েছিল কেরলেন সিকে বিনিথের সামনে।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন