ফুটবলার বাছতে কটকে স্পটাররা

ফুটবলার বাছতে কটকে হাজির আইএসএলের চারটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা। মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স এফসি, দিল্লি ডায়নামোজ এফসি ও এফসি গোয়ার প্রতিনিধিরা বারবাটি স্টেডিয়ামে ফেডারেশন কাপের সমস্ত ম্যাচই দেখছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৪:৫১
Share:

ফুটবলার বাছতে কটকে হাজির আইএসএলের চারটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা।

Advertisement

মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স এফসি, দিল্লি ডায়নামোজ এফসি ও এফসি গোয়ার প্রতিনিধিরা বারবাটি স্টেডিয়ামে ফেডারেশন কাপের সমস্ত ম্যাচই দেখছেন। নতুন ফুটবলার বাছাইয়ের পাশাপাশি দেখ নিছেন, সনি নর্দে-সুনীল ছেত্রীরা কী রকম ফর্মে আছেন। তবে কটকে দেখা গেল না আতলেতিকো দে কলকাতা, চেন্নাইয়িন এফসি ও পুণে সিটি এফসি-র কোনও প্রতিনিধিকে।

বৃহস্পতিবার বিকেলে চার্চিল ব্রাদার্স বনাম চেন্নাই সিটি এফসি ম্যাচের পরে মুম্বইয়ের প্রতিনিধি বললেন, ‘‘আইএসএলের জন্য সারা বছর ধরেই আমাদের ফুটবলার বাছাইয়ের কাজ চলে। সেই কারণেই ফেডারেশন কাপের সমস্ত ম্যাচ দেখছি।’’ ফুটবলার পছন্দ হলেও সমস্যা তৈরি হয়েছে চুক্তি করা নিয়ে। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা বলছেন, ‘‘আই লিগ ও আইএসএল নিয়ে ধোঁয়াশা না কাটা পর্যন্ত চুক্তি করা যাবে না। আশা করছি, চলতি মাসের শেষেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তখন চুক্তি সেরে ফেলব।’’ কিন্তু ফুটবলাররা যদি তখন সই করতে রাজি না হন? ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা বলছেন, ‘‘যে সব ফুটবলারদের পছন্দ হয়েছে, তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে রেখেছি। আশা করছি, ওরা কেউ কথার খেলাপ করবে না।’’

Advertisement

আরও পড়ুন: বেঙ্গালুরু-বধ করে জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন সনিদের

সমস্যায় ফুটবলাররাও। কেউ-ই জানেন না কী হবে। আই লিগ না আইএসএল— দেশের এক নম্বর টুর্নামেন্ট কোনটা সেটা স্পষ্ট না হওয়া পর্যন্ত চুক্তিপত্রে কোনও ফুটবলারই সই করতে রাজি হচ্ছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement