Sports News

জীবনের দীর্ঘতম ১৫ মিনিট কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় মার্ক

এখনও আতঙ্ক কাটছে না স্প্যানিশ এই ডিফেন্ডারের। চোখের সামনে পর পর বিস্ফোরণ। হঠাৎ করেই বাসের জানলা ভেঙে আহত হয়ে হাসপাতালে পৌঁছে যাওয়া। জীবনের ভয়ঙ্করতম ১৫ মিনিট বলছেন মার্ক বার্ত্রা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ১৮:৩৮
Share:

মার্ক বার্ত্রা। ছবি: সংগৃহীত।

এখনও আতঙ্ক কাটছে না স্প্যানিশ এই ডিফেন্ডারের। চোখের সামনে পর পর বিস্ফোরণ। হঠাৎ করেই বাসের জানলা ভেঙে আহত হয়ে হাসপাতালে পৌঁছে যাওয়া। জীবনের ভয়ঙ্করতম ১৫ মিনিট বলছেন মার্ক বার্ত্রা। বরুসিয়া ডর্টমুন্ড দলের বাসের সামনে বিস্ফোরণের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। কিন্তু সেই আতঙ্ক থেকে এখনও বেরতে পারেননি দলের এই ডিফেন্ডার। হাসপাতাল থেকে শনিবারই ছেড়ে দেওয়া হল তাঁকে। এখনও সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছেন। পরিবারকে দেখে যেন আতঙ্কটা আরও বেশি জাঁকিয়ে বসেছে মার্কের মনে।

Advertisement

আরও খবর: মোরিনহোর সেন্টারে অনুশীলন ভারতের খুদেদের

হাতের চোটে অস্ত্রোপচার হয়েছে। কম করে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। মার্ক ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে লেখেন, ‘‘আজ আবার পরিবারের লোকেদের সঙ্গে দেখা হল। আমি খুশি। আমার পরিবারই আমার সব কিছু। যে কারণেই আমি আমি সব কিছু পেড়িয়ে এসেছি।’’ জীবনের সব থেকে কঠিন সময় বলেই আখ্যা দিয়েছেন তিনি। বলেন, ‘‘জীবনের কঠিনতম সময়। আশা প্রার্থণা করি যেন কারও জীবনে এমন দিন না আসে। কষ্ট, ভয়, কতক্ষণ এ ভাবে আটকে থাকতে হবে সেটা বুঝতে না পারা। জীবনের দীর্ঘতম ১৫ মিনিট।’’

Advertisement

মার্কের কব্জিতে চোট লেগেছিল। সেই কব্জির দিকে তাকিয়ে গর্ব অনুভব করেন মার্ক। মনে হয়, যারা শান্তি ভঙ্গ করতে চায় তারা এর থেকে বেশি ক্ষতি করতে পারেনি। ডাক্তারদেরও ধন্যবাদ জানিয়েছেন মার্ত। বলেন, ‘‘আমি এই সময়কে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই। নিজের সেরাটা নিয়ে ফিরতে চাই। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement