Euro Cup 2020

লোকাতেল্লির জোড়া গোলে পরাজিত সুইৎজ়ারল্যান্ড, শেষ ষোলোয় ইটালি

সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইটালি কোচ রবের্তো মানচিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ০৬:২০
Share:

সফল: ইটালির হয়ে জোড়া গোল লোকাতেল্লির। বুধবার। রয়টার্স

ইউরো কাপ

Advertisement

ইটালি ৩ সুইৎজ়ারল্যান্ড ০

Advertisement

অপ্রতিরোধ্য ম্যানুয়েল লোকাতেল্লি। ছুটছে ইউরো কাপে নতুন ইটালির বিজয়রথ। বুধবার রোমে সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিলেন
চিরো ইমমোবিলে-রা।

বুধবার সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইটালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজ়ো ইনসিনিয়েকে। ইটালির আক্রমণাত্মক ফুটবলকে আটকাতে সুইৎজ়ারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছিলেন ৩-৪-১-২ ছকে। উদ্দেশ্য পরিষ্কার, মাঝমাঠের দখল যেন কোনও অবস্থাতেই নিতে না পারেন ইটালির ফুটবলারেরা। ২৬ মিনিটে ইটালিকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও এক ছবি। খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইটালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন