প্রথম ম্যাচ জিতেও ফিফার নির্দেশে তিন পয়েন্ট পায়নি মহমেডান। দ্বিতীয় ম্যাচে ১-২ হার। পরিস্থিতি যা তাতে আই লিগ-ওয়ানে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ডেম্পো ম্যাচ কার্যত ফাইনাল সাদা-কালোর কাছে।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে নামার আগে সুব্রত ভট্টাচার্য (জুনিয়র) বললেন, ‘‘ভাগ্য আমাদের সঙ্গে নেই। প্রথম ম্যাচে লোন্সটারের বিরুদ্ধে জিতেও পয়েন্ট পেলাম না। মিনার্ভার সঙ্গে দ্বিতীয়ার্ধে ভাল খেলে হারতে হয়। এখন ডেম্পো ম্যাচটাই শেষ আশা। জিততেই হবে।’’ প্রথম ম্যাচে লোনস্টার কাশ্মীরের সঙ্গে জিতেছিল মহমেডান। কিন্তু কয়েক বছর আগে স্যামুয়েল শোরে নামক এক বিদেশি ফুটবলারকে চুক্তি মতো টাকা না দেওয়ার জন্য শাস্তি হিসেবে ফিফা তিন পয়েন্ট কেটে নেয় শতবর্ষ পেরোনো ক্লাবের। জেমস মোগাদের কোচ সুব্রত বললেন, ‘‘পয়েন্ট না পাওয়ায় ধাক্কা খেয়েছে ফুটবলাররা। মানসিক ভাবেও ওরা মানতে পারছে না। কবে কী হয়েছিল তার জন্য পয়েন্ট না পেলে খুবই খারাপ লাগে।’’