স্পটার জামশিদ নাসিরি। একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত দেশের পনেরোটি শহরের ৬৫০ টি স্কুল থেকে ১৬ জন অনূর্ধ্ব-১৫ ফুটবলার বেছে নেওয়াই ছিল তাঁর কাজ।
আর সে কাজ করতে গিয়ে কলকাতা থেকে জামশিদ বেছে নিলেন এক জনকেই। সেন্ট জেমস স্কুলের সেই ছাত্রের পদবীও নাসিরি। নাম কিয়ান। সম্পর্কে স্পটার জামশিদ নাসিরির পুত্র।
১৬ জনের এই টিম আগামী ১৫ এপ্রিল স্পেনের উদ্দেশে উড়ে যাবে বিশেষ প্রশিক্ষণের জন্য। লা রোজাস স্পোর্টস সিটিতে এই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন রিয়াল মাদ্রিদের ইয়ুথ ডেভেলপমেন্ট কোচেরা।
টিমে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, শিলংয়ের স্কুল থেকে একাধিক ফুটবলার জায়গা করে নিলেও গোয়া, মুম্বই, দিল্লি, চন্ডীগড়, গুয়াহাটি ও কলকাতা থেকে সুযোগ পেয়েছেন একজনই।
স্বয়ং জামশিদ নিজে অবশ্য এই নির্বাচনের পিছনে কোনও বিতর্ক খুঁজে পাচ্ছেন না। কলকাতা থেকে তাঁর নিজের ছেলেকে বেছে নেওয়ার যুক্তি হিসেবে তিনি বলছেন, ‘‘কিয়ান অ্যাটাকিং মিডিও। রাইট আউটে খেলে। ওই পজিশনে তিন জনকে বেছেছিলাম। কিন্তু সব চেয়ে ভাল যে খেলে সে টিম নির্বাচনের দিন আসতে পারেনি। বাকি দু’জনের মধ্যে কিয়ান ভাল পারফর্ম করায় সুযোগ পেয়েছে।’’