শেষ হল জঙ্গলমহল কাপ

ঝাড়গ্রামের পুলিশ সুপার অভিষেক গুপ্ত জানান, গত কয়েক মাসে ঝাড়গ্রাম জেলায় ফুটবল খেলায় ৫৩৪টি পুরুষ টিম ও ৩০০টি মহিলা টিম, কবাডি খেলায় ৮৪টি পুরুষ টিম ও ৬৯টি মহিলা টিম, তিরন্দাজি পুরুষ বিভাগে ৪ হাজার ৯০৩ জন ও মহিলা বিভাগে ২ হাজার ৪৬ জন, আদিবাসী নৃত্যে ২৬৭টি দল, ঝুমুর নাচে ৪৫টি দল যোগ দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৪:০০
Share:

মুহূর্ত: কবাডি প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।

জেলা গঠনের পর ন’টি থানাকে নিয়ে জঙ্গলমহল কাপের ফুটবল, কবাডি, তিরন্দাজি, আদিবাসী ও ঝুমুর নাচের প্রতিযোগিতা হয়। শুক্রবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলাগুলির আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুন।

Advertisement

ফাইনালের পুরুষ বিভাগে গোপীবল্লভপুরের পাথরনাশা গলাই ক্লাব ৪-১ গোলে হারায় নয়াগ্রামের কুড়চিবনি এসটি সিধু-কানু ক্লাবকে। মহিলা ফুটবলে সাঁকরাইল মহিলা পুলিস টিম এক গোলে জয়ী হয়। কবাডি ফাইনালের পুরুষ বিভাগে জয়ী হয় বেলিয়াবেড়ার আম্বি রাধাকৃষ্ণ ক্লাব। কবাডি মহিলা বিভাগে জেতে সাঁকরাইল থানা। তিরন্দাজি ফাইনালের মহিলা বিভাগে প্রথম হন বেলিয়াবেড়ার সুশীলা হেমব্রম, পুরুষদের বিভাগে প্রথম হন বিনপুরের বাবুল কিস্কু। ঝুমুর নাচে নয়াগ্রামের বড়ধানশোলা স্বামী বিবেকানন্দ ঝুমুর দল প্রথম হয়।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অভিষেক গুপ্ত জানান, গত কয়েক মাসে ঝাড়গ্রাম জেলায় ফুটবল খেলায় ৫৩৪টি পুরুষ টিম ও ৩০০টি মহিলা টিম, কবাডি খেলায় ৮৪টি পুরুষ টিম ও ৬৯টি মহিলা টিম, তিরন্দাজি পুরুষ বিভাগে ৪ হাজার ৯০৩ জন ও মহিলা বিভাগে ২ হাজার ৪৬ জন, আদিবাসী নৃত্যে ২৬৭টি দল, ঝুমুর নাচে ৪৫টি দল যোগ দিয়েছিল।

Advertisement

এ দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ, জেলা পরিষদের সভাধিপতি সমায় মাণ্ডি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) টি বালসুব্রহ্মণ্যম প্রমুখ। ফাইনালে জয়ী দলগুলি রেঞ্জ পর্যায়ের খেলায় যোগ দেবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমকে নিয়ে রেঞ্জের খেলা হবে। ৬ ডিসেম্বর ঝাড়গ্রাম স্টেডিয়ামে রেঞ্জের ফাইনাল আয়োজিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন