জিততে মরিয়া দুই ম্যাঞ্চেস্টার-চাণক্য

প্রথম জন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ বোর্নমুথ। দ্বিতীয় জন জোসে মোরিনহোর-র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি। ভিট্যালিটি স্টেডিয়ামে বোর্নমুথের বিরুদ্ধে গুয়ার্দিওলা যদিও পাচ্ছেন না তাঁর রাইট ব্যাট কাইল ওয়াকারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৪:০৬
Share:

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার তিন পয়েন্টের জন্য মাঠে নামছেন দুই ম্যাঞ্চেস্টারের দুই বিশ্বখ্যাত ম্যানেজার।

Advertisement

প্রথম জন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ বোর্নমুথ। দ্বিতীয় জন জোসে মোরিনহোর-র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি। ভিট্যালিটি স্টেডিয়ামে বোর্নমুথের বিরুদ্ধে গুয়ার্দিওলা যদিও পাচ্ছেন না তাঁর রাইট ব্যাট কাইল ওয়াকারকে। তাঁর বদলে শুক্রবার অনুশীলনে ড্যানিলোকে রেখেই দল সাজাতে দেখা গিয়েছে গুয়ার্দিওলাকে। শনিবারের ম্যাচে ম্যান সিটির জার্সি গায়ে মাঠে নামতে পারেন আর এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসও। তিনি বলেছেন, ‘‘আমাদের যে দল রয়েছে, তা নিয়ে আমি খুশি। তবে আরও চার-পাঁচ দিন দেখতে চাই। দলবদলে এখনও অনেক ম্যাজিক দেখা যেতেই পারে।’’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার মোরিনহো লেস্টার সিটি ম্যাচের আগে মজেছেন সদ্য সই করা জ্লাটান ইব্রাহিমোভিচ নিয়ে। মোরিনহোর কথায়, ‘‘ম্যান ইউ-তে বিশেষ ব্যক্তি হল ইব্রা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অন্যতম সেরা অস্ত্র।’’ লেস্টার সিটির বিরুদ্ধে লিউক শ প্রথম দলে থাকবেন কি না তা জানতে চাইলে মোরিনহো বলেন, ‘‘সেপ্টেম্বরে সাতটি ম্যাচ খেলতে হবে। দল নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। মাঠেই দেখতে পাবেন কারা খেলবে।’’

Advertisement

ম্যাঞ্চেস্টার সিটি বনাম বোর্নমুথ (বিকেল, ৫.০০)।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লেস্টারসিটি (রাত, ১০.০০)

সব ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, সিলেক্ট এইচডি ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন