ইব্রার পাশে মোরিনহো

হার, বিতর্কে জর্জরিত দল। তবু দলের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে জোসে মোরিনহো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ বলেছেন ইব্রাকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই।

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০৩:০৪
Share:

হার, বিতর্কে জর্জরিত দল। তবু দলের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে জোসে মোরিনহো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ বলেছেন ইব্রাকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বৃহস্পতিবারই ইব্রা ইউরোপা লিগে ফেনেরবাচের এক ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। মোরিনহো বলেছেন, ‘‘প্রতি ম্যাচেই ও ভাল খেলেছে। সুযোগ তৈরি করেছে। গোল ফস্কেছে। তবে ওর আচরণ আর খেলা নিয়ে কোনও সমস্যা নেই।’’ তবে শোনা যাচ্ছে টিমের পারফরম্যান্সে বিরক্ত মোরিনহো প্রথম দলের আট ফুটবলারকে বাদ দিতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement