লা লিগা

ফের হার রিয়ালের, বড় সঙ্কটে লোপেতেগি

১৯৩১ সালের পরে প্রথম লা লিগার ম্যাচে রিয়ালকে হারাল আলাভেস। এই জয়ে লিগ টেবলে ভাল জায়গায় উঠে আসে স্পেনের স্বল্পখ্যাত ক্লাব। আট ম্যাচে আলাভেসের পয়েন্ট ১৪। একই অবস্থা রিয়ালের। আর বার্সা ১৪ পয়েন্টে ছিল ৭ ম্যাচ খেলে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৪:৩৫
Share:

য়ুলেন লোপেতেগি। ছবি এপি

আলাভেস ১ রিয়াল মাদ্রিদ ০

Advertisement

সংযুক্ত সময়ের পাঁচ মিনিটে গোল করে আলাভেস হারিয়ে দিল রিয়াল মাদ্রিদকে। হেডে একমাত্র গোল করলেন মানু গার্সিয়া। অবশ্য গোলের ক্ষেত্রে অনেকটাই দায়ী কেইলর নাভাসের জায়গায় আসা রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া। তিনি সহজ ক্রস ধরতে পারেননি।

১৯৩১ সালের পরে প্রথম লা লিগার ম্যাচে রিয়ালকে হারাল আলাভেস। এই জয়ে লিগ টেবলে ভাল জায়গায় উঠে আসে স্পেনের স্বল্পখ্যাত ক্লাব। আট ম্যাচে আলাভেসের পয়েন্ট ১৪। একই অবস্থা রিয়ালের। আর বার্সা ১৪ পয়েন্টে ছিল ৭ ম্যাচ খেলে।

Advertisement

য়ুলেন লোপেতেগির রিয়াল টানা চার ম্যাচ জয়হীন। যার তিনটি ম্যাচে গোল করতে পারেননি গ্যারেথ বেলরা। পরিস্থিতি যা, তাতে লোপেতেগির নামের পাশেও প্রশ্নচিহ্ন। রাশিয়া বিশ্বকাপে তিনিই স্পেনের কোচ ছিলেন। কিন্তু প্রতিযোগিতা শুরুর ঠিক মুখে রিয়াল ঘোষণা করে, জিনেদিন জিদানের জায়গায় তাঁকে কোচ করে আনা হচ্ছে। ব্যাপারটা ভাল ভাবে নেয়নি স্পেনের ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ শুরুর আগেই লোপেতেগিকে ফেরত পাঠানো হয়।

ভিতোরিয়ায় এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেছে আলাভেস। তবে বেশির ভাগ সময়ই তারা রক্ষণ আগলাতে ব্যস্ত থেকেছে। ৭০ শতাংশ বল রিয়ালের নিয়ন্ত্রণে ছিল শনিবার। ভাল খেললেন আলাভেসের গোলরক্ষক ফের্নান্দো পাচেকো। তাঁর দাপটেই বেঞ্জেমা, দানি সেবালাসদের খালি হাতে ফিরতে হয়েছে। এ হেন হারের পরে তাঁর চাকরি থাকবে কি না জানতে চাওয়া হলে লোপেতেগির জবাব, ‘‘আপনাদের এটা নিয়ে উৎসাহ থাকতে পারে। আমি এ সব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা সবাই জানি একজন কোচের জীবন কেমন। বিশেষ করে রিয়াল মাদ্রিদে। কিন্তু এটা সবে অক্টোবর। আপাতত মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে যেতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন