গ্যালারিতে কেঁদে ফেলে জর্জিনা: অসৎ ভাবে তিন গোল হয় না

রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকে শেষ আটে জুভেন্তাস

এই নিয়ে আট বার চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। শুধু তা-ই নয়, চার বছর আগে ঠিক এ রকম এক পরিস্থিতি থেকে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ত্রাতা হয়ে উঠেছিলেন। উলফসবার্গ সে বার প্রথম পর্বে ২-০ এগিয়ে ছিল। পরের ঘটনা ইতিহাস। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে ট্রফির হ্যাটট্রিক করে তাঁর হাত ধরে। এ বার জুভেন্তাসেও কি সেই জাদু দেখাতে পারবেন রোনাল্ডো?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৪:৩৩
Share:

চমক: কার্যত একাই মাদ্রিদে হারের বদলা নিয়ে গোলের উৎসব পর্তুগিজ তারকার। মঙ্গলবার তুরিনে চ্যাম্পিয়ন্স লিগে। গেটি ইমেজেস

জুভেন্তাস ৩ n আতলেতিকো ০

Advertisement

(দুই পর্ব মিলে জুভেন্তাস ৩-২ জয়ী)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে চলে গেল জুভেন্তাস। দুই অর্ধে দুটি হেড থেকে এবং একটি পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহাতারকা। তাঁর দাপটে দ্বিতীয় পর্বে ৩-০ এবং দুই পর্ব মিলিয়ে ৩-২ ফলে আতলেতিকো মাদ্রিদকে হারায় ইটালির ক্লাব।

Advertisement

উচ্ছ্বসিত রোনাল্ডো ম্যাচের পরে বলেন, "এটা আমাদের জন্য বিশেষ একটা রাত। শুধু গোলগুলোর জন্যই নয়, দলের সাফল্যের জন্যও। এটাই চ্যাম্পিয়নদের মানসিকতা। এই জন্যই তো জুভেন্তাস আমায় এনেছে। এ রকম মায়াবী রাত উপহার দিতে।"

এই নিয়ে আট বার চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। শুধু তা-ই নয়, চার বছর আগে ঠিক এ রকম এক পরিস্থিতি থেকে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ত্রাতা হয়ে উঠেছিলেন। উলফসবার্গ সে বার প্রথম পর্বে ২-০ এগিয়ে ছিল। পরের ঘটনা ইতিহাস। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে ট্রফির হ্যাটট্রিক করে তাঁর হাত ধরে। এ বার জুভেন্তাসেও কি সেই জাদু দেখাতে পারবেন রোনাল্ডো?

স্পেনে প্রথম লেগে ০-২ হারের পরে ইটালীয় ফুটবলের ‘ওল্ড লেডি’ যে এ ভাবে ঘুরে দাঁড়াবে তা অনেকেই ভাবেননি। কিন্তু যে সব দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসির মতো ফুটবলারেরা খেলেন তাদের পক্ষে সবই যে সম্ভব তা আর একবার প্রমাণিত হল।

রোনাল্ডোর হ্যাটট্রিকের পরে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়াম যখন উৎসবে মেতেছে, তখন দেখা যায় ভিআইপি বক্সে বসে আনন্দে কাঁদছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস। পরে ইনস্টাগ্রামে তিনি রোনাল্ডোর উদ্দেশে লেখেন, ‘‘অসৎ ভাবে কিন্তু তিন গোল হয় না। তিনটি গোলই তোমার প্রাপ্য ছিল। এই জন্যই ক্লাব তোমাকে সব দিচ্ছে। কোচ, সতীর্থ এবং সবার কাছে তুমিই প্রেরণা। পরিশ্রম করলে ফল পাওয়া যাবেই। ঈশ্বর তোমার পরিশ্রম আর ত্যাগের কথা জানেন। তাই উনি তোমাকে সব কিছু দেন। আমরা সবাই তোমাকে ভালবাসি।— ক্রিশ্চিয়ানো, মাতেও, এভা, আলানা, জর্জিনা।’’

দলের জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত জুভেন্তাস ম্যানেজার মাসসিমিলিয়ানো আলেগ্রি। বলেছেন, ‘‘ছেলেরা এতটা পরিণতিবোধ দেখাবে ভাবতে পারিনি। মাদ্রিদে প্রথম লেগে কিছুই খেলতে পারিনি। এই ম্যাচটায় তাই প্রচণ্ড ঝুঁকি ছিল। ওরা গোল করে দিলেই বিপদে পড়তাম। কিন্তু আমার ডিফেন্ডারেরা এতটাই ঠান্ডা মাথায় খেলল যে সে সুযোগই আতলেতিকো পায়নি।’’ প্রথমার্ধেই ন’বার বিপক্ষ গোলে শট মারে জুভেন্তাস। খেলার চার মিনিটেই জিওরজিনিয়ো কিয়েল্লিনির শটে এগিয়ে যেতে পারতেন রোনাল্ডোরা। কিন্তু পরে ভিডিয়ো প্রযুক্তির সাহায্যে দেখা যায়, বল গোলে ঢোকার আগেই রোনাল্ডো বিপক্ষ গোলরক্ষককে ফাউল করেছিলেন। কিন্তু সেই ভুল এমন ভাবে মিটিয়ে দেন পর্তুগিজ তারকা যে এটা নিয়ে কেউ একটা কথাও বলেননি। আলেগ্রি মজা করে বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচে রোনাল্ডো একটা গোল করে খুশি থাকবে তা হতে পারে না।’’

মাদ্রিদে প্রথম লেগে জয়ের পরে আতলেতিকো ম্যানেজার দিয়েগো সিমিয়োনে বিশ্রী অঙ্গভঙ্গি করে উৎসব করেন। মঙ্গবার তুরিনে হ্যাটট্রিকের পরে রোনাল্ডোও তার জবাব দিতে ওই একই অশ্লীল ভঙ্গি করেন। যা নিয়ে সিমিয়োনের মন্তব্য, ‘‘আমি কিছুই মনে করিনি। ক্রিশ্চিয়ানোই বিশ্বের সেরা। ওর পক্ষেই এই ধরনের বড় ম্যাচে এ রকম খেলা সম্ভব। উৎসব করার সময় যেটা করল তা আসলে ওর চারিত্রিক দৃঢ়তা বুঝিয়ে দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন